কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ইচ্ছে ছিল অনেক দিন ধরেই—নিজস্ব একটি একাডেমি গড়ে তোলার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মান্তু ঘোষের টেবিল টেনিস একাডেমির পথচলা। স্বামী সুব্রত রায়ের সহযোগিতায় মান্তু ঘোষের পরিচালনায় এই একাডেমি চলবে।
এই উদ্যোগের বিষয়ে মান্তু ঘোষ বলেন, “আমার বহু দিনের ইচ্ছে পূরণ হলো। আমাদের লক্ষ্য শিলিগুড়ি থেকে নতুন প্রতিভা তুলে আনা। আশা করি, এই একাডেমি শিলিগুড়ির মুখ উজ্জ্বল করতে পারবে। আপাতত 300-350 শিক্ষার্থীর জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখি, কীভাবে আরও উন্নতি করা যায়।”
জাতীয় চ্যাম্পিয়ন মান্তু ঘোষের একাডেমি উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বহু মানুষ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই উদ্যোগের সাফল্যের জন্য। মান্তু ঘোষ আরও জানান, “মানুষের আগ্রহ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি বিশ্বাস করি, এই একাডেমি সফল হবে এবং শিলিগুড়ির গর্ব হয়ে উঠবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |