কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: জলপাইগুড়ি পুরসভা কর আদায় নিয়ে বেশ কঠোর অবস্থান নিয়েছে। “কর আদায় করতেই হবে”—এই নির্দেশ দিয়েই কর্মীদের কাজ শুরু করতে বলা হয়েছে। বিশেষ করে, যেসব বৃত্তশালী ব্যক্তি কর বাকি রেখেছেন, তাদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।
পুরসভা জানিয়েছে, জলপাইগুড়িতে অনেকেই বাড়ি তৈরি করে বাইরে বসবাস করছেন। তাদের জন্য আলাদা নির্দেশিকা জারি করা হচ্ছে, যাতে কর সংগ্রহ প্রক্রিয়া সmooth হয়। পুরসভার দাবি, আদায় হওয়া কর শহরের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হবে।
যদিও আদায় প্রক্রিয়ায় তাড়াহুড়ো করতে চাইছে না পুরসভা, তবুও সঠিকভাবে কর আদায়ের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। জলপাইগুড়ি পুরসভার সুনাম রয়েছে সুশৃঙ্খল কর ব্যবস্থাপনায়, এবং এবারও সেই ধারা বজায় রাখতে চায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |