Tuesday, August 26, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

WBSSC Teacher Recruitment 2025:...

WBSSC Teacher Recruitment 2025: চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস...

TOP FIVE KNOCKS BY...

হায়দরাবাদ, 24 অগস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুইবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া—প্রথমে...

BODY EXHUMED FROM GRAVE:...

রঘুনাথগঞ্জ, 24 অগস্ট: দুইবারের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল গৃহবধূর দেহ। কলকাতা হাইকোর্টের...

MIGRANT WORKERS DEAD: উত্তরপ্রদেশে...

কাঁথি, 24 অগস্ট: ভিনরাজ্যে রুজিরুটির সন্ধানে গিয়ে চরম দুর্ঘটনার শিকার হলেন এক মা ও...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

TOP FIVE KNOCKS BY PUJARA: একনজরে পূজারার সেরা পাঁচ ইনিংস

হায়দরাবাদ, 24 অগস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুইবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া—প্রথমে 2018-19 আর তারপর 2020-21 সালে। আর দু’বারই ভারতীয় ব্যাটিংয়ের ভরসা হয়ে...

Most Popular

- Advertisement -
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)শিয়ালদা শাখায় বাতিল লোকাল ট্রেন, পূর্ব রেলের তালিকা প্রকাশ

শিয়ালদা শাখায় বাতিল লোকাল ট্রেন, পূর্ব রেলের তালিকা প্রকাশ

শিয়ালদা শাখায় বাতিল লোকাল ট্রেন, মাসের শুরুতেই যাত্রীদের জন্য একেবারে বড় বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাতে শিয়ালদা দক্ষিণ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা করেছিল শিয়ালদহ ডিভিশন। ১ ফেব্রুয়ারি (শনিবার) ও ২ ফেব্রুয়ারি (রবিবার) মোট শতাধিক ট্রেন বাতিল হওয়ার কথা জানিয়েছে রেল। জানানো হয়েছে, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজের জন্যই এই ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রীদেরকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেল সূত্রে জানা গেছে, আজ ১ ফেব্রুয়ারি মোট ৫৯টি এবং ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ দুইদিন মিলিয়ে ১০৮টি ট্রেন বাতিল হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বারুইপুর লাইনের যাত্রীদের। কারণ এই লাইনে সবচেয়ে বেশি ট্রেন বাতিল করা হয়েছে—২২টি বারুইপুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার, নামখানা এবং লক্ষীকান্তপুর লাইনে বাতিল ট্রেনের সংখ্যা তুলনামূলকভাবে কম।

আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

শিয়ালদহ-বারুইপুর শাখার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে আপ লাইনে সেগুলি হল ৩৪৬১১, ৩৪৬১৩, ৩৪৬১৭, ৩৪৬২১, ৩৪৬২৩, ৩৪৬০১, ৩৪৬২৫, ৩৪৬২৭, ৩৪৬২৯, ৩৪৬৪৯, ৩৪৬৩৩, ৩৪৬৫১, ৩৪৬৩৭, ৩৪৬৩৯, ৩৪৬৪৩, ৩৪৬৪৫, ৩৪৬৪৭.

ডাউন: ৩৪৬১২, ৩৪৬১৪, ৩৪৬১৬, ৩৪৬১৮, ৩৪৬২০, ৩৪৬২২, ৩৪৬২৪, ৩৪৬২৬, ৩৪৬২৮, ৩৪৬৫০, ৩৪৬৩২, ৩৪৬৫২, ৩৪৬৩৬, ৩৪৬৩৮, ৩৪৬৪২, ৩৪৬৪৪। এবং ডাউন লাইনে যে ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলি হল ৩৪৬১২, ৩৪৬১৪, ৩৪৬১৬, ৩৪৬১৮, ৩৪৬২০, ৩৪৬২২, ৩৪৬২৪, ৩৪৬২৬, ৩৪৬২৮, ৩৪৬৫০, ৩৪৬৩২, ৩৪৬৫২, ৩৪৬৩৬, ৩৪৬৩৮, ৩৪৬৪২, ৩৪৬৪৪।

অন্যদিকে শিয়ালদহ-সোনারপুর শাখার বাতিল ট্রেনগুলি হল আপ লাইনে ৩৪৪১১, ৩৪৪১৭, ৩৪৪১৯, ৩৪৪২৯, ৩৪৪৩১। এবং ডাউন লাইনে ৩৪৪১২, ৩৪৪১৪, ৩৪৪১৬, ৩৪৪১৮, ৩৪৪৩২, ৩৪৪৩৪। এছাড়াও শিয়ালদহ-বিবাদী বাগ আপ ট্রেন ৩০৪১১ এবং ডাউন ট্রেন ৩০৪১২, ৩০৪১৬ বাতিল থাকবে। এছাড়াও ক্যানিং-বারাসাত আপ ৩৩০৬১, মধ্যমগ্রাম-মাঝেরহাট আপ ৩০৩৫৭, ডাউন ৩০৩৫৮ সহ আরো বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে।

ট্রেন বাতিলের কারণে আজ শনিবার বারুইপুর স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ঢুকতেই যাত্রীদের ভিড় উপচে পড়ে। ঠেলাঠেলি এবং ভিড়ের চাপে প্ল্যাটফর্মে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। অনেক যাত্রী উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন এবং রেল পরিষেবাকে ধিক্কার জানান। এই পরিস্থিতির মধ্যেই যাত্রীদের অভিযোগ উঠে আসে যে, রেল রুটে বিভিন্ন সময় পরিবর্তন আনার মাধ্যমে ঘোষণা করা হয় যে, যাত্রীদের সুবিধার্থে কাজ চলছে, যার জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না, ট্রেনগুলো ঠিক সময়ে পৌঁছাচ্ছে না, এবং অনেক সময় লেট হয়ে আসছে।

অন্যদিকে, কৃষ্ণনগর-লালগোলা সেকশনে রেলের জরুরি নির্মাণ কাজের জন্য আগামীকাল আটটি ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে, যার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মাঝে ‘লিমিটেড হাইট সাবওয়ে’ তৈরি হবে। এই নির্মাণ কাজের কারণে আগামীকাল একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, যার ফলে যাত্রীদের জন্য কিছুটা অসুবিধা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন