ভারতের একাদশে বড় বদল: রবিবার ওয়াংখেড়ের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজের ফিনিশিং টাচ দিতে মরিয়া ভারতীয় দল। তৃতীয় ম্যাচে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে হারের পর চতুর্থ ম্যাচে আরও আগ্রাসী মেজাজে নেমেছিল সূর্যকুমার যাদবের বাহিনী, এবং দলে একাধিক পরিবর্তন এনে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয়েছিল। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড়সড় শিক্ষা দিতে চায় ভারত। তবে আগের ম্যাচের একাদশ দারুণ ফর্মে থাকায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই, কেবল দু-একটি জায়গায় সামান্য রদবদল হতে পারে। চলুন দেখে নেওয়া যাক, আজকের টি-টোয়েন্টি ম্যাচে কারা সুযোগ পাচ্ছেন!
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি, আর্শদীপ সিংয়ের বদলি হিসেবে। তার প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট উত্তেজনা থাকলেও পারফরম্যান্সে সেই প্রত্যাশার ছাপ রাখতে পারেননি শামি। ৩ ওভার বল করেও একটিও উইকেটের দেখা পাননি, যা দলের জন্য কিছুটা হতাশাজনক। ফলে দীর্ঘ বিরতির পর আস্থার জায়গা ফিরে পেলেও, বোর্ড কর্তাদের মুখে স্বস্তির হাসি ফেরেনি একেবারেই!
ফলে চতুর্থ টি-টোয়েন্টিতে শামিকে সরিয়ে আবারও মাঠে ফেরানো হয় আর্শদীপ সিংকে। তবে ক্রিকেট মহলের ধারণা, সিরিজের শেষ ম্যাচে ভারতের পরিকল্পনায় শামির অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই হিসেবেই আজকের ম্যাচে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বিশেষজ্ঞদের মতে, কোচ গৌতম গম্ভীর শামির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইতে পারেন এবং এই কারণে আর্শদীপ সিংকে বিশ্রামে পাঠিয়ে দলে ফিরতে পারেন শামি। শেষ ম্যাচে ভারতের লক্ষ্য সিরিজ জিতে নেওয়া, আর সেই লক্ষ্য পূরণে শামির মতো একজন ধুরন্ধর পেসারের প্রয়োজন হতে পারে!
শামির দলে ফেরা নিশ্চিত করলেন কোচ মর্নি
টি-টোয়েন্টি দলে তরুণ পেসারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মহম্মদ শামি। তবে তৃতীয় ম্যাচে রান খুব একটা না দিলেও উইকেটের দেখা পাননি, যার ফলে চতুর্থ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়তে হয় তাকে। যদিও আশা ছিল, শেষ ম্যাচে আবার দলে ফিরতে পারেন, আর এবার সেই সম্ভাবনাতেই জোর দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। শামি প্রসঙ্গে মর্কেল বলেন, “তৃতীয় টি-টোয়েন্টিতে শামি দুর্দান্ত বোলিং করেছে। ওয়ার্ম-আপেও দারুণ ছন্দে ছিল। শামি যেভাবে এগোচ্ছে, তাতে আমি সত্যিই খুশি।” তিনি আরও যোগ করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে শামির ফেরার সম্ভাবনা রয়েছে। যদি সত্যিই রবিবার তাকে দলে দেখা যায়, তাহলে দেখা যাবে ভারতীয় দল কেমনভাবে ম্যাচের পরিস্থিতি বদলাতে পারে!