35 C
Kolkata
Wednesday, March 12, 2025

UPI পরিষেবা বন্ধের ঘোষণা! কবে বন্ধ থাকবে? জানাল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক HDFC

সময় বদলেছে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলেছে আমাদের লেনদেনের পদ্ধতিও। স্মার্টফোন থাকলেই এখন UPI মাস্ট! ক্যাশ নিয়ে ঘোরা-ফেরার দিন অনেক আগেই শেষ, এখন ছোট দোকান থেকে বড় শপিং মল—সব জায়গায়ই চলছে ইউপিআই লেনদেন। সহজ, দ্রুত এবং নিরাপদ হওয়ায় সবাই এই পেমেন্ট সিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু এবার বড় আপডেট! জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হতে চলেছে UPI পরিষেবা। কেন এমন সিদ্ধান্ত? কবে থেকে কাজ করবে না UPI? বিস্তারিত জানতে পড়ুন পুরো প্রতিবেদন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হঠাৎ করে “UPI কাজ করবে না”—এমন ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই অনেকেই চমকে গিয়েছেন! কারণ এখন তো ছোটখাটো কেনাকাটা থেকে বড় লেনদেন—সবই UPI-এর মাধ্যমে হয়। তবে চিন্তার কিছু নেই! HDFC ব্যাংক জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য কিছু সময়ের জন্য UPI পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু ঠিক কখন? আর কতক্ষণ বন্ধ থাকবে এই পরিষেবা? বিস্তারিত জানতে পড়ুন পুরো প্রতিবেদন।

কবে ও কখন বন্ধ থাকবে UPI পরিষেবা?

এইচডিএফসি ব্যাঙ্ক জানাচ্ছে, ৮ই ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে। এর মানে, এই সময়ে আপনার কোনো ইউপিআই লেনদেন করা সম্ভব হবে না। এটি আসলে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ, যা ইউপিআই পরিষেবাকে বিশেষ কোনো সমস্যা ছাড়াই চালু রাখতে সাহায্য করে। ব্যাঙ্কের পক্ষ থেকে চেষ্টা করা হয়, গ্রাহকদের কোনো অসুবিধা না হওয়ার জন্য যতটা সম্ভব সুবিধাজনক সময় বেছে নেওয়া হয়। সেজন্যই, রাতের সময়, যখন ইউপিআই ব্যবহারের পরিমাণ কম থাকে, তখন এই কাজটি করা হবে।

কোন কোন পরিষেবা ব্যাহত হবে?

UPI ব্যবহারের গুরুত্বপূর্ণ তথ্য!

আপনি হয়তো জানেন, UPI শুধু সেভিংস অ্যাকাউন্টের জন্য নয়, এখন ক্রেডিট কার্ডেও UPI সুবিধা পাওয়া যাচ্ছে। তবে, কিছু ক্ষেত্রে ইউপিআই ব্যবহারে সমস্যা হতে পারে, যেমন আসন্ন ৮ই ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত HDFC ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং মার্চেন্ট ইউপিআই চলবে না। এই সময়ে ইউপিআই লেনদেনের জন্য কোন কিছু ব্যবহার করতে গেলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে, তাই এটি মাথায় রেখে আগে থেকেই পরিকল্পনা করে রাখলে ভালো হবে।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর