শেষবেলায় শীত যেন জমিয়ে ‘খেল’ দেখাচ্ছে! তাপমাত্রার পতনে জেলায়-জেলায় বাড়ছে ঠান্ডার অনুভূতি। সপ্তাহের প্রথম দিনেই শহর থেকে গ্রাম— সর্বত্র শীতের দারুণ মেজাজ। কিন্তু প্রশ্ন একটাই— তাপমাত্রা কি আরও নামবে? শীতের পাকাপাকি বিদায় কবে? এর মধ্যেই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও মিলেছে, যা আবহাওয়ার চরিত্র আরও বদলে দিতে পারে। সব মিলিয়ে কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখে নিন বিস্তারিত আপডেট!
সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গ জুড়ে জমজমাট শীতের আমেজ! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে। তবে শীতপ্রেমীদের জন্য সুখবর, কারণ এই ঠান্ডার আমেজ আরও কিছুদিন থাকছে।
আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এর ফলে শীতের আমেজও কিছুটা ফিকে হতে থাকবে। আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তন যদি অব্যাহত থাকে, তাহলে চলতি সপ্তাহের শেষ দিকেই শীতের পাকাপাকি বিদায় হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া এখনো শীতের মেজাজ বজায় রেখেছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। এছাড়া, কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতার ওয়েদার আপডেটশহর কলকাতাতেও সপ্তাহের প্রথম দিনে শীতের আমেজ ভরপুর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। তবে এবার কলকাতা শহরেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। বিদায় নেবে শীত।
শীতের বিদায় কবে?আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার পর্যন্ত শীতের মেজাজ থাকলে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যেই একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষ দিক থেকে শীত এবারের মতো বিদায় নিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।