কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ি তে আসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালে তিনি শিলিগুড়ির বিজেপি প্রধান অফিসে এসে উপস্থিত হন। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন।
দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস গোটা বাংলার মানুষকে বোকা বানিয়ে চলেছে। আমরা সেটি জেনেও চুপ করে রয়েছি। আমাদের প্রয়োজন এমন একটি সরকার যারা জনসাধারণকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে। তৃণমূল কংগ্রেস মানুষকে ঠকিয়ে এবং ভুল বোঝানোর রাজনীতি করে এগিয়ে যাচ্ছে। তবে এইভাবে আর কতদিন চলবে? খুব শীঘ্রই বাংলার মানুষ তাদের রাস্তায় ছুড়ে ফেলে দেবে।”
তিনি আরও জানান, “বিজেপি তৃণমূলের বিকল্প এবং এই সত্যটি মানুষকে বুঝে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি এমন একটি সরকার গড়তে সক্ষম, যারা বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে।” তার বক্তব্যে তৃণমূল সরকারের প্রতি মানুষের ক্ষোভ এবং পরিবর্তনের আহ্বান স্পষ্ট হয়ে উঠেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |