কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আগামীকাল বড়দিন, আর শিলিগুড়ি ইতিমধ্যেই উৎসবের আমেজে মেতে উঠেছে। শহরের বিভিন্ন মার্কেট যেন রঙিন হয়ে উঠেছে সুসজ্জিত কেক, ক্রিসমাস ট্রি, আর আলোকসজ্জার ভিড়ে। কেকের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে নানা রকমের কেক—ছোট থেকে বড়, আমিষ থেকে নিরামিষ, সবার পছন্দ মতো।
শিলিগুড়ির বেশ কয়েকটি বিখ্যাত চার্চ, যেমন প্রধান নগরের চার্চ, বড়দিনের জন্য সুন্দরভাবে সাজানো হচ্ছে। আলো আর সাজসজ্জায় চার্চগুলো যেন এক অন্য রূপ ধারণ করেছে। প্রভু যীশুর আগমনের বার্তা নিয়ে এই চার্চগুলোতে শুরু হয়েছে বিশেষ প্রার্থনার প্রস্তুতি।
শহরের শিশুদের জন্য বড়দিন মানেই বাড়তি আনন্দ। তারা নতুন পোশাক, ক্রিসমাস ট্রি সাজানো, আর উপহারের অপেক্ষায় দিন গুনছে। শিলিগুড়ির বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি, যা শুধু সাজানোর জন্য নয়, বরং প্রভু যীশুর আগমনের প্রতীক হিসেবেও ধরা হয়।
শুধু সাজসজ্জাই নয়, বড়দিন উপলক্ষে শিলিগুড়িতে বিভিন্ন এলাকায় সামাজিক কার্যক্রমেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা এই উৎসবের মূল ভাবনাকেই তুলে ধরে—মানবিকতার বার্তা।
নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগেই বড়দিনের আনন্দে ভাসছে শিলিগুড়ি। আগামীকাল, ২৫শে ডিসেম্বর, প্রভু যীশুর জন্মদিন—আর আজ থেকেই তার প্রস্তুতি শহরের প্রতিটি কোণায় স্পষ্ট। বড়দিনের এই আনন্দে সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে প্রস্তুত শিলিগুড়ির মানুষ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |