এই গরমে হাঁসফাঁস দশা—একটু বাইরে বেরোলেই গায়ে যেন আগুন পড়ছে! শরীর ঘেমে-নেয়ে একসার, আর গলা শুকিয়ে কাঠ। এমন সময় একটা ঠান্ডা কিছু পেলেই যেন প্রাণ ফিরে আসে। তাই তো রাস্তায় হাঁটতে হাঁটতে কেউ হাত বাড়াচ্ছেন কচি ডাবের জলের দিকে, তো কেউ লেবু জল বা পুদিনার জলের খোঁজে। কিন্তু প্রশ্ন উঠছে—এই তীব্র গরমে কোনটা বেশি উপকারী? ডাবের জল, না লেবু জল?
গরমে ডাবের জল না লেবুর জল
ডাবের জলে ভরপুর খনিজ
ডাবের জলে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ । অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে অত্যন্ত প্রয়োজনীয় ডাবের জল। রক্তচাপ নিয়ন্ত্রণেও ডাবের জল খুব উপকারী।
ডাবের জলে কোনও ফ্যাট নেই। ফলে ওজন বৃদ্ধির কোনও চিন্তাও নেই। যারা ওজন নিয়ে সচেতন, খাবার খুব মেপে খান, তাঁরা এই পানীয় নিশ্চিন্ত মনে খেতেই পারেন। পেট ঠান্ডা থাকবে। ডাবের জল হার্ট ভাল রাখতেও সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ক্লান্তি ও ঝিমুনি কমায়, শরীর চনমনে করে তোলে।
ডিটক্স পানীয় লেবুর জল
লেবুর জল কিন্তু শুধু গরমের দিনে তেষ্টা মেটানোর জন্যই নয় – এর মধ্যে লুকিয়ে আছে নানা রকম স্বাস্থ্যগুণ। এতে থাকে প্রচুর ভিটামিন সি, যা শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে দারুণ কার্যকর।
চলুন দেখে নিই লেবুর জল কী কী উপকারে আসে:
🔹 ওজন কমাতে সাহায্য করে – সকালে খালি পেটে লেবুর জল খাওয়া অনেকেই অভ্যাস করেন। কারণ এটা মেটাবলিজম বাড়ায় আর ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
🔹 পেট ঠিক রাখে – গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হলে লেবুর জল হতে পারে সহজ সমাধান।
🔹 খারাপ কোলেস্টেরল কমায় – রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখে।
🔹 কিডনি ভালো রাখে – নিয়মিত লেবুর জল খেলে শরীর ডিটক্স হয়, যা কিডনির স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।
🔹 হজমশক্তি বাড়ায় – নিয়মিত এবং পরিমিত পরিমাণে লেবুর জল খাওয়ার ফলে হজমশক্তিও ধীরে ধীরে উন্নত হয়।
ডাবের জল না লেবুর জল— কারা কোনটি খাবেন?
গরমে বা ঘামের কারণে যদি শরীরে জলশূন্যতার লক্ষণ দেখা দেয়—যেমন মাথা ঘোরা, দুর্বল লাগা বা বেশি ক্লান্তি—তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে এক গ্লাস ডাবের জল খেয়ে নিন।
যদি গরমে সতেজ ও তরতাজা হতে চান, তা হলে লেবুর জল ভাল। খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর চনমনে হয়ে উঠবে। ভিটামিন সি রোদের তেজ থেকে শরীরকে রক্ষা করবে।