কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ২৫শে ডিসেম্বর আচ্ছন্ন দার্জিলিং বরফের মধ্য খুশি পর্যটকেরা, আজ ২৫শে ডিসেম্বর, বড়দিনের আনন্দে মেতে উঠেছে শৈল শহর দার্জিলিং। সকাল থেকেই টাইগার হিল ও ম্যাল চত্বরে পর্যটকদের উপচে পড়া ভিড়। ভোরের সূর্যোদয়ের মনোরম দৃশ্য দেখতে পর্যটকেরা ঘুম ভেঙেই বেরিয়ে পড়েছেন। তবে, গতকাল রাত থেকে শৈল শহরের তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গিয়েছে, যা দার্জিলিংকে আরও শীতল আর আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে এখানকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অনেককে কাঁপিয়ে দিচ্ছে।
এবারের বড়দিনে পর্যটকদের ভিড় গত বছরের তুলনায় প্রায় তিনগুণ। গোটা পাহাড় অঞ্চলেই যেন মানুষের ঢল নেমেছে। হোটেলগুলোতেও পর্যটকদের ভিড় বেড়েছে কয়েকগুণ। পুরো শহরটি জমজমাট হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পহেলা জানুয়ারির আগেই তাপমাত্রা আরও কমতে পারে। এর মধ্যেই এত বেশি সংখ্যক বুকিং হয়েছে। আগামী এক মাস দার্জিলিং পর্যটকে পরিপূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। পর্যটকরা মনে করছেন, এবারের ভিড় সমস্ত রেকর্ড ভেঙে দেবে। শীতের চাদরে মোড়া দার্জিলিং যেন বড়দিনের উৎসবে আরও উজ্জ্বল হয়ে উঠেছে।