কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: স্বাধীনতা সংগ্রামী বাদল গুপ্তের মৃত্যু দিবস পালন করলো শিলিগুড়ি পুরসভা, আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি সংগ্রামী বীর বিপ্লবী বাদল গুপ্তের মৃত্যুদিন। শিলিগুড়ির জলপাই মোড় সংলগ্ন এলাকায় আজ তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য সদস্যরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকারও।
মাল্যদান শেষে মেয়র গৌতম দেব বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাদল গুপ্তের অবদান অমূল্য। তিনি জীবন দিয়ে স্বাধীনতার যুদ্ধে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা কখনও ভোলা যাবে না। তিনি আমাদের চোখে প্রকৃত হিরো। তার আত্মত্যাগেই আজকের আধুনিক ভারতের ভিত্তি স্থাপিত হয়েছে। আজকের দিনটি তার স্মৃতিতে উৎসর্গ করছি এবং তার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি।”
শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে এদিন বাদল গুপ্তের প্রতি সম্মান জানিয়ে তার আত্মত্যাগের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়। মেয়রের কথায়, “আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি, যে আধুনিক ভারতকে দেখছি, তার পেছনে বাদল গুপ্তের মতো বীরদের অসীম ত্যাগ রয়েছে। এই দিনটি তাদের স্মরণ করার এবং প্রণাম জানানোর দিন।”
বিপ্লবী বাদল গুপ্তের স্মৃতিচারণে আজকের এই আয়োজন যেন প্রজন্মের কাছে তার আদর্শ এবং আত্মত্যাগের বার্তা পৌঁছে দেয়। এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের দেশের জন্য জীবন উৎসর্গকারী এই মহান ব্যক্তিদের প্রতি আমাদের চিরন্তন কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রচেষ্টা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |