27 C
Kolkata
Thursday, March 20, 2025

ইলিশপ্রেমীদের জন্য সুখবর! কাকদ্বীপে ধরা পড়ল প্রচুর ইলিশ, দাম এখন সস্তা

ইলিশপ্রেমীদের জন্য সুখবর! ফাল্গুনের ছোঁয়া লেগেছে বাতাসে, শীতের পর্দা নামছে ধীরে ধীরে। তার উপর রাজ্য জুড়ে বৃষ্টির দাপট, এমন আবহাওয়ায় খিচুড়ি আর ইলিশ মাছ হলে জমে যায় আসর! কিন্তু সমস্যা একটাই—এই সময় বাজারে ইলিশ পাওয়াই যেন এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাজারের ব্যাগ হাতে ঘুরছেন, কিন্তু কোথাও সে রকম ঢালাও ইলিশের দেখা মিলছে না। তবে ইলিশপ্রেমী বাঙালিদের জন্য এসেছে দারুণ সুখবর! সম্প্রতি কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে উঠেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শীতকালে ইলিশের দেখা পাওয়া একপ্রকার দুষ্কর! এই সময় সাধারণত ইলিশের মরশুম নয়, তাই বাজারে তেমন ইলিশ মেলে না। তবে এবার যেন চমক লাগিয়ে দিল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ! নদী ও সমুদ্রে টানা ১৫ দিন ধরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে বাঙালির অতি প্রিয় ইলিশ। এর ফলে মাছ বিক্রেতাদের কাছে ইলিশের জোগান বেড়েছে, আর সবচেয়ে বড় কথা—এর দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসেছে! গত বছর অক্টোবর পর্যন্ত ট্রলারগুলোর জালে ইলিশ উঠেছিল, তারপর যেন হঠাৎই হারিয়ে গিয়েছিল এই সুস্বাদু মাছ। তবে এবার শীতের শেষ লগ্নে সেই ইলিশ ফিরে আসায় ইলিশপ্রেমীদের মুখে হাসি ফুটেছে!

সূত্রের খবর, কাকদ্বীপে জালে ধরা পড়া বেশিরভাগ ইলিশের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রামের মধ্যে। ছোট ইলিশের দাম কেজি প্রতি ৪০০ টাকা, কিন্তু ওজন ৫০০ গ্রাম হলেই সেই দাম গিয়ে ঠেকছে ৮০০ টাকায়! তবু এতদিন পর বাজারে ইলিশের জোগান বাড়ায় খুশি ক্রেতা-বিক্রেতা সবাই। তবে আনন্দের মাঝেই আছে একটা ছোট দুশ্চিন্তাও। আগামী ১৫ এপ্রিল থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত। তার আগে যতটা সম্ভব মাছ সংগ্রহ করে রাখতে চাইছেন ব্যবসায়ীরা। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, “গত কয়েক মাস ধরে ইলিশের দেখা মেলেনি, অবশেষে সেই খরা কাটল। তবে বর্ষার ইলিশের মতো স্বাদ এদের ততটা ভালো নয়, কারণ বেশিরভাগ মাছেরই পেটে ডিম রয়েছে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর