IPL 2025-এর টিকিট বিক্রি শুরু: আইপিএল ২০২৫ শুরু হতে আর বেশি দেরি নেই! চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শেষ হওয়ার পরেই শুরু হবে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলি এবং রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সবচেয়ে দারুণ খবর, আইপিএল ২০২৫-এর টিকিট বিক্রি শুরু হয়ে গেছে! শুক্রবার থেকেই অনলাইনে টিকিট কাটার সুযোগ পেয়েছেন সমর্থকরা।
কত টাকা দাম হবে আইপিএল-এর টিকিটের?
আইপিএল ২০২৫-এর টিকিট এখন পাওয়া যাচ্ছে ‘বুক মাই শো’ অ্যাপে। টিকিটের সর্বনিম্ন দাম ৯০০ টাকা, যা গতবারের আইপিএলের টিকিটের দাম থেকে দেড়শো টাকা বেশি। এছাড়াও কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার ও লোয়ার টিয়ার সহ অন্যান্য টিকিটের দামও বাড়ছে। এই খবরটি প্রথম জানায় এবিপি লাইভ বাংলা, এবং শুক্রবার থেকে এই বিষয়টি সিলমোহর পড়তে চলেছে।
এবারের আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সেই। সঙ্গে থাকছে একটি কোয়ালিফায়ারও। সব মিলিয়ে ইডেনে এবার আইপিএলের মোট ৯টি ম্যাচ হবে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এবার টিকিটের দামেও পরিবর্তন আসছে।ম্যাচের পরিমাণ এবং চাহিদা অনুযায়ী টিকিটের দাম উঠানামা করবে।
তিনটে ম্যাচের ক্ষেত্রে টিকিটের দাম বাড়তে চলেছে
এবার কলকাতার ইডেন গার্ডেনসে বড় দলগুলোর বিরুদ্ধে কেকেআরের ম্যাচের টিকিটের দাম একটু বেশি থাকতে পারে। যেমন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলগুলোর বিরুদ্ধে খেলা হলে দাম একটু বাড়ানো হতে পারে। আর এই দাম বাড়ানো কিছুটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে, কারণ আগে কখনও এমনটা হয়নি। বিশেষ করে ২২ মার্চ আরসিবির বিরুদ্ধে এবং ৭ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম বাড়ানোর পরিকল্পনা চলছে। তবে এর জন্য কেকেআরকে বিসিসিআই থেকে অনুমোদন নিতে হয়েছিল, এবং সে অনুমোদন এখন এসে গেছে।
গত আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। তাই তাদের ঘরের মাঠে এবার যে উন্মাদনা বাড়বে, তা সবারই জানা। আর ফ্যানরা তো আগেই খোঁজ শুরু করে দিয়েছেন কবে থেকে টিকিট পাওয়া যাবে, কীভাবে বুকিং করা যাবে, এসব নিয়ে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |