INDIA Vs Pakistan: ভারতের বিরুদ্ধে জিততেই হবে! চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচাতে কেমন একাদশ নামাবে পাকিস্তান?চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান (Pakistan)। ফলে এবার টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া আর কোনো উপায় নেই! রবিবার দুবাইয়ে রোহিত শর্মাদের মুখোমুখি হবে মহম্মদ রিজওয়ানের দল। আর এই ম্যাচটা পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই হতে চলেছে। সূত্রের খবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর পাকিস্তান এবার ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। জয় তুলে নেওয়ার জন্য তারা একেবারে সর্বস্ব দিয়ে লড়বে!
কেননা, রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের ওপরই একপ্রকার নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালের ভবিষ্যত। এদিকে বাংলাদেশের ছেলেদের দুরমুশ করে আত্মবিশ্বাস বুকে নিয়ে মাঠে নামবে শর্মারা। তাঁদের মূল লক্ষ্য থাকবে, চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও বিজয় পতাকা তোলার। আর সেই লক্ষ্য নিয়েই উইনিং কম্বিনেশন পাল্টে শক্তিশালী দল নামাবে বোর্ড। তবে ভারতের শত চেষ্টা সত্ত্বেও আগামীকালের ম্যাচে সরুচাল খাটানোর আপ্রাণ চেষ্টা করবে বাবররা।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, রবিবার ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের ওপেনিংয়ের দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ বাবর আজম ও চোটের কারণে ছিটকে যাওয়া ফখর জামানের বিকল্প ইমাম উল হক। সূত্রের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ের দায়িত্ব ইমাম ও বাবরের কাঁধেই তুলে দিতে চলেছে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং করেছিলেন সৌদ শাকিল ও বাবর আজম। তবে এবার শাকিলের জায়গায় ইমামকে নামানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ভারতকে চাপে ফেলতে পাকিস্তান ওপেনিং জুটিতে বড় পরিবর্তন আনতে পারে!
বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পরও পাকিস্তান তাদের বোলিং লাইনআপে কোনো পরিবর্তন আনতে চাইছে না। অর্থাৎ, ভারতের বিপক্ষে রবিবারের ম্যাচেও সেই একই কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারে তারা। রোহিতদের বিরুদ্ধে পাকিস্তান ৩ জন পেসার ও ১ জন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাবে। ফলে শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও স্পিনার আবরার আহমেদের ওপরই ভারতের ব্যাটিং লাইনআপ ভাঙার দায়িত্ব থাকবে।
ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ (INDIA Vs Pakistan)
ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), উসমান খান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদে
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |