12.2 C
New York
Sunday, December 8, 2024

Shefali Verma Dropped: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে বাদ বিধ্বংসী ওপেনার, কবে ফিরবেন তারকা ব্যাটার?

Shefali Verma Dropped: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন না বিধ্বংসী ওপেনার শেফালি ভার্মা। তিন ম্যাচের এই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে শেফালির ফর্ম ছিল হতাশাজনক। তিনটি ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৫৬ রান। এই পারফরম্যান্সের ফলেই নির্বাচকরা তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাত্র ২০ বছর বয়সেই শেফালি ভার্মা ভারতীয় মহিলা দলের অন্যতম আক্রমণাত্মক ব্যাটার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। এখনও পর্যন্ত তিনি ২৯টি টি২০ ম্যাচ খেলেছেন এবং তাঁর গড় রান ২৩। মোট ৬৪৪ রান সংগ্রহ করেছেন এই ফরম্যাটে, যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে শেফালির অনুপস্থিতি দলকে কিছুটা চিন্তায় ফেলেছে। এই পরিস্থিতিতে ওপেনিংয়ের দায়িত্ব নিতে পারেন প্রিয়া পুনিয়া বা ইয়াস্তিকা ভাটিয়া। তাঁদের মধ্যে যেকোনো একজন স্মৃতি মান্ধনার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। এর মধ্যেই ভারতীয় শিবিরে একটি ভালো খবরও এসেছে। দীর্ঘদিন ইনজুরির কারণে বাইরে থাকা অলরাউন্ডার হারলিন দেওল দলে ফিরে এসেছেন।

ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রিয়া পুনিয়া, জেমিমা রডরিগস, হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, সাইমা ঠাকুর

ম্যাচতারিখবারসময়স্থান
প্রথম ম্যাচ৫ ডিসেম্বর, ২০২৪বৃহস্পতিবারসকাল ৯টা ৫০ মিনিটঅ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
দ্বিতীয় ম্যাচ৮ ডিসেম্বর, ২০২৪রবিবারসকাল ৫টা ১৫ মিনিটঅ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
তৃতীয় ম্যাচ১১ ডিসেম্বর, ২০২৪বুধবারসকাল ৯টা ৫০ মিনিটডব্লিউএসিএ মাঠ, পার্থ

অনুরাগীরা শেফালির এই বাদ পড়ার ঘটনা সহজে মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, শেফালি ভার্মা এতটাই প্রতিভাবান যে, তিনি পাকিস্তানের পুরুষ টি-২০ দলে সুযোগ পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। মাত্র ১৫ বছর বয়সে, ২০১৯ সালে, শেফালি মহিলাদের টি-২০ আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক করেছিলেন।

২০২১ সালের জুনে শেফালি ভার্মা ইতিহাস সৃষ্টি করেন, যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে প্রতিনিধিত্বকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন। তার প্রতিভার উজ্জ্বল উদাহরণ দেখা যায় ২০২২ সালের ৮ অক্টোবর, যখন তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করা সবচেয়ে কমবয়সী ক্রিকেটারের স্বীকৃতি অর্জন করেন। শুধু তাই নয়, তার নেতৃত্বে ভারতীয় মহিলা দল ২০২৩ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয় করে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection