Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)আরও বড় হচ্ছে কলকাতা এয়ারপোর্ট! কী পরিবর্তন আসছে?

আরও বড় হচ্ছে কলকাতা এয়ারপোর্ট! কী পরিবর্তন আসছে?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

কলকাতা এয়ারপোর্ট: যাত্রীদের সুবিধা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যবস্থাকে আরো উন্নত করতে কলকাতা বিমানবন্দর নয়া পদক্ষেপ নিল। এবার এয়ারপোর্টের টার্মিনালে চলছে ব্যাপক সম্প্রসারণের (Kolkata Airport Expansion) কাজ। এই প্রকল্পের আওতায় ৭১ হাজার বর্গফুট নতুন জায়গা যুক্ত করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রতি বছরে ২০ লক্ষ অতিরিক্ত যাত্রী সামলাতে সাহায্য করবে এই নয়া সম্প্রসারণ। এও জানা যাচ্ছে, যে সম্প্রসারণের প্রায় তিন চতুর্থাংশ অংশ আন্তর্জাতিক উইংয়ের জন্য যুক্ত করা হবে। ফলে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে। চলুন জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে।

কী কী পরিবর্তন আসছে কলকাতা বিমানবন্দরে?

কলকাতা বিমানবন্দরের যাত্রীদের জন্য এবার সুখবর! বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, বিমানবন্দরের যাত্রীধারণ ক্ষমতা এবার বেড়ে দাঁড়াবে ২.৮ কোটি। ফলে যাত্রীদের জন্য ভ্রমণের অভিজ্ঞতা আরও মসৃণ হতে চলেছে। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যুক্ত করা হচ্ছে ১০,৮০০ বর্গফুট নতুন জায়গা। পাশাপাশি, আন্তর্জাতিক টার্মিনালের জন্যও ৭,২০০ বর্গফুট নতুন জায়গা সংযোজন করা হচ্ছে। এখানেই শেষ নয়! যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন রিটেইল স্টোর, খাবারের স্টল এবং আরামদায়ক বসার জায়গার ব্যবস্থাও থাকছে।

আন্তর্জাতিক উইংয়ে কী পরিবর্তন আসবে?

কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক উইংয়ের ডিপারচার লেভেলে আসছে বড়সড় রদবদল! এবার ইমিগ্রেশন এবং কাস্টমসের জায়গা নতুনভাবে সাজানো হবে। শোনা যাচ্ছে, দক্ষিণ প্রান্তে নতুন করে ৩২,২০০ বর্গফুট জায়গা স্থানান্তরিত করা হবে। এর মধ্যে ১০,০০০ বর্গফুট জায়গা অফিসের জন্য বরাদ্দ করা হবে, আর বাকি অংশ ব্যবহার করা হবে অতিরিক্ত বসার জায়গা, নতুন খাবারের স্টল এবং রিটেইল স্টোর তৈরির জন্য। এছাড়াও, আন্তর্জাতিক উইংয়ে প্রবেশের জন্য যুক্ত হচ্ছে ২৮,০০০ বর্গফুট নতুন জায়গা।

কলকাতা বিমানবন্দরে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য বড়সড় পরিবর্তন আসতে চলেছে! শোনা যাচ্ছে, ১০,৮০০ বর্গফুট অতিরিক্ত জায়গা তৈরি করা হচ্ছে, যা গেট ১৬, ১৭ এবং ১৮-তে যুক্ত হবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

বর্তমানে ১৬ নম্বর গেটে সীমিত বসার জায়গার কারণে যাত্রীদের ভোগান্তি হয়। তবে নতুন সম্প্রসারণের ফলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং অপেক্ষার সময়টাও অনেকটাই আরামদায়ক হবে।

এখন গেট ১৬, ১৭ এবং ১৮-কে ফ্লেক্সি গেট হিসেবে ব্যবহার করা হলেও, এবার সেগুলোকে ডেডিকেটেড ডোমেস্টিক গেট হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে বিমানবন্দরে মোট ১৯টি অভ্যন্তরীণ গেট থাকবে, যার মধ্যে ১০টি ব্রিজ গেট এবং ৯টি বাস বোর্ডিং গেট।

এই নতুন ব্যবস্থার ফলে বিমানবন্দর প্রতিদিন ১৮৫টি অভ্যন্তরীণ ফ্লাইটের প্রায় ৩০,০০০ যাত্রী এবং আন্তর্জাতিক উইংয়ের ১৯টি ফ্লাইটের প্রায় ২৫,০০০ যাত্রী সামলাতে পারবে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -