কলকাতা হাইকোর্টে নতুন বিচারপতি: কলকাতা হাইকোর্টে নতুন দায়িত্ব পেলেন বর্তমান রেজিস্টার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায় দাস। কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে তাঁকে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি।
উচ্চ আদালতের বর্তমান রেজিস্টার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায় দাসকে অতিরিক্ত বিচারপতি করার পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই পরিকল্পনারই অংশ হিসেবে কলকাতা হাইকোর্টের কলেজিয়াম থেকে তাঁর নিয়োগের প্রস্তাব পাস করানো হয়। এর পরেই কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমোদন মেলে, আর তাতেই চৈতালি চট্টোপাধ্যায় দাসের বিচারপতি পদে নিয়োগ নিশ্চিত হয়।
রিপোর্ট বলছে, চৈতালি চট্টোপাধ্যায় দাসের নাম সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে পাস হয়েছিল আগেই—২০২৪ সালের ৪ জানুয়ারি। কিন্তু তার জন্য দরকার ছিল কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমোদন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এলো সেই সুখবর!
গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়, অবশেষে নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। আগামী 2 বছরের জন্য উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতির দায়িত্ব দেওয়া হচ্ছে চৈতালিকে। মূলত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সিদ্ধান্তেই নিয়োগ হয়েছে তাঁর। 2025 থেকে আগামী দু’বছর অর্থাৎ 2027 পর্যন্ত উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত থাকবেন তিনি।
কলকাতা হাইকোর্টে বিচারপতির ঘাটতি বেশ দীর্ঘদিনের সমস্যা। ভারতীয় আইন অনুযায়ী প্রতিটি হাইকোর্টে অন্তত ৭২ জন বিচারপতি থাকা দরকার। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই সংখ্যার ধারেকাছেও নেই। তথ্য অনুযায়ী বুধবারের আগে পর্যন্ত মাত্র 43জন বিচারপতি নিয়ে বিচার শোনানোর কাজ করতো কলকাতার উচ্চ আদালত। তবে নতুন বিচারপতি চৈতালির নিয়োগের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ । কিন্তু তাতেও ঘাটতি রয়ে গেছে ২৮ জন বিচারপতির।