35 C
Kolkata
Wednesday, March 12, 2025

RBI-এর কড়া নির্দেশ! সব ব্যাঙ্ক ছুটি বাতিল, দুশ্চিন্তায় কর্মীরা

বড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সরকারি কর্মীদের জন্য এটি যেন একেবারে বজ্রপাত! কারণ এবার আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—সব ছুটি বাতিল! হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আপাতত কোনো ছুটি নেওয়া যাবে না। এই ঘোষণার পর অনেকেরই দুশ্চিন্তা বেড়েছে। আপনি কি একজন সরকারি চাকুরিজীবী? তাহলে বিস্তারিত জানতে আজকের এই আর্টিকেলটি একবার চোখ বুলিয়ে নিন!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৪-২৫ আর্থিক বছরের শেষ দিনে নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে। রেকর্ড পরিমাণ লেনদেনের লক্ষ্যে, RBI ৩১ মার্চ ২০২৫-এর ছুটি বাতিল করেছে। যদিও অনেক রাজ্যে ওই দিন ছুটি রয়েছে, তবুও সরকারি লেনদেন সচল রাখতে সব এজেন্সি ব্যাঙ্কের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিস RBI ইতিমধ্যেই ১১ ফেব্রুয়ারি জারি করেছে।

কেন এরকম সিদ্ধান্ত নিল RBI?

স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে—আচমকা কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল RBI? এর আসল কারণ হল, ৩১ মার্চ, সোমবার ঈদ-উল-ফিতর (রমজান-ঈদ) উৎসব পড়েছে। ফলে হিমাচল প্রদেশ ও মিজোরাম বাদে দেশের প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছুটি থাকবে। কিন্তু অর্থনৈতিক লেনদেন সচল রাখতে, RBI স্পষ্ট নির্দেশ দিয়েছে—৩১ মার্চ সব ব্যাঙ্ক খোলা থাকবে, ছুটির কোনো সুযোগ নেই!

২০২৪-২৫ অর্থবর্ষের সমস্ত এন্ট্রি, পেমেন্ট এবং সরকারি লেনদেন সঠিকভাবে সম্পন্ন করার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত আর্থিক বছর ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়। তাই নতুন অর্থবর্ষ শুরুর আগেই সরকারী রাজস্ব, অর্থ প্রদান ও নিষ্পত্তি সংক্রান্ত সমস্ত লেনদেন সম্পন্ন করা জরুরি। এই কারণেই RBI নিশ্চিত করতে চায় যে ৩১ মার্চ নিরবচ্ছিন্ন লেনদেন হবে এবং কোনো ব্যাঘাত ঘটবে না।

৩১ মার্চ থেকে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে

৩১ মার্চেও আয়কর, জিএসটি, কাস্টমস, এক্সাইজ ডিউটি-সহ সমস্ত সরকারি কর মেটানোর সুযোগ খোলা থাকবে। পাশাপাশি, পেনশন প্রদান, সরকারি ভর্তুকি, বেতন ও ভাতা বিতরণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের লেনদেনও স্বাভাবিকভাবেই চলবে। কর প্রদান ও ফান্ড ট্রান্সফারের সুবিধার জন্য অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও চালু থাকবে, যাতে গ্রাহকরা সহজেই নিজেদের আর্থিক কাজ সম্পন্ন করতে পারেন।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর