চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) আসরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, চোট-আঘাতের সম্ভাবনা মাথায় রেখে, ১৫ জন খেলোয়াড়ের সাথে আরও ৩ জন ব্যাকআপ প্লেয়ারের নাম যুক্ত করেছে। এই সিদ্ধান্ত মিনি বিশ্ব কাপের সংশোধিত ভারতীয় স্কোয়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এহেন আবহে বিকল্প 3 খেলোয়াড়ের নাম স্কোয়াডে যুক্ত করায় প্রশ্ন উঠছে দুই ভারতীয় তারকার চোট নিয়ে। মনে করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারতীয় ক্রিকেটারদের চোট নিয়ে চিন্তায় রয়েছে বোর্ড। আর সেই কারণেই আগেভাগে বিপদ এড়াতে দলে 3 বিকল্পকে স্কোয়াডে ভিড়িয়েছে ম্যানেজমেন্ট।
আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য গত ১৮ জানুয়ারি প্রথম স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। তবে সেটি ছিল চূড়ান্ত স্কোয়াড নয়। পরবর্তীতে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সময় অনুসারে ১১ ফেব্রুয়ারি ১৫ সদস্যের পরিবর্তে ব্যাকআপ প্লেয়ার সহ ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে BCCI। এই পরিবর্তন নিয়ে বোর্ড এখন বেশ বড়সড় প্রশ্নের মুখে পড়েছে, কারণ অতিরিক্ত খেলোয়াড় যোগ করা নিয়ে অনেকেই সন্দিহান।
প্রশ্ন উঠছে, ভারতের দুই তাবড় তারকা বিরাট কোহলি ও মহম্মদ শামিকে নিয়ে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের আগে কোহলি সম্প্রতি একটি চোট কাটিয়ে উঠেছেন, এবং শামি দীর্ঘ চোট-যন্ত্রণা শেষে ঘেরাটোপ ও খোলা অনুশীলনের পর মাঠে ফিরেছেন। এ পরিস্থিতিতে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দিকে তাকিয়ে, এই দুই মহা তারকার চোট নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন বোর্ড কর্তারা।
ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে এবার ৩ জন অতিরিক্ত খেলোয়াড় যোগ হয়েছে। অন্যান্য বারের চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের তুলনায় এবার ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে আইসিসি ইভেন্টে পাড়ি জমাবে ভারত। মূলত, দলের খেলোয়াড়দের চোট-আঘাতের আশঙ্কা মাথায় রেখে অতিরিক্ত ৩ জন ক্রিকেটারকে বিকল্প হিসেবে হাতে রেখেছে বোর্ড, যাতে কোনো অঘটন ঘটলে দ্রুত সমাধান খুঁজে পাওয়া যায়।
সেই সূত্র ধরেই বিরাটের বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। একইভাবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ প্লেয়ার হয়ে খেলবেন শিবম দুবে। সবশেষে সম্প্রতি চোট আঘাত কাটিয়ে ওঠা পেসার শামির ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে মহম্মদ সিরাজকে।
এক নজরে 2025 চ্যাম্পিয়নস ট্রফির টিম ইন্ডিয়া
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |