কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: সাইকেল নিয়ে বিশ্বকে জয় করতে বেরিয়েছেন শিলিগুড়ির বিশ্বদীপ, বিশ্বদীপ নাগ, শিলিগুড়িতে থাকেন যদিও তার আসল বাড়ি কোচবিহারে। পেশায় ইসলামপুরের একটি হাইস্কুলের শিক্ষক, তিনি চাকরির কারণে গত ১২ বছর ধরে শিলিগুড়িতে বসবাস করছেন। শিলিগুড়িকে তিনি নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। ছোটবেলা থেকেই তার সাইকেলে ঘুরে বেড়ানোর প্রতি তীব্র ভালবাসা ছিল। “কোথায় কোথায় যে সাইকেল নিয়ে ঘুরে বেড়িয়েছি! বাবা-মার বকাও খেয়েছি, কিন্তু নেশা কাটেনি,” বললেন তিনি।
বর্তমানে বিশ্বদীপ সাইকেলে গোটা ভারত এবং একদিন বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছেন। তিনি জানান, “সাইকেল চালালে শুধু শরীরই সুস্থ থাকে না, মনও সতেজ হয়। স্কুলের চাকরি সামলাতে হয়, তাই সবকিছু মানিয়ে নিয়েই চলি। তবুও সাইকেল চালানো আমার কাছে নেশার মতো। আমি সাইকেল নিয়ে বিশ্ব জয় করতে চাই।”
বিশ্বদীপ আরও জানান যে, তার এই স্বপ্নের পেছনে সবার সমর্থন এবং ভালোবাসা রয়েছে। “মানুষের আশীর্বাদ এবং ভগবানের কৃপা আমার সাথে আছে। তাই একদিন আমি সফল হব, এই বিশ্বাস আমার আছে।” সবার আশীর্বাদ নিয়েই তিনি এগিয়ে চলেছেন তার স্বপ্নপূরণের পথে।