দক্ষিণ-পূর্ব রেলের তরফে আবারও বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে, যা শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য নতুন করে দুর্ভোগ ডেকে আনতে পারে। প্রায়শই যান্ত্রিক সমস্যা, রক্ষণাবেক্ষণের কাজ কিংবা অন্যান্য কারণে ট্রেন বাতিলের মুখে পড়তে হয় যাত্রীদের। আর এবারও তার ব্যতিক্রম হল না।
এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের যাতায়াতে বড়সড় প্রভাব পড়বে। নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হবে। বিশেষ করে অফিস যাত্রীদের জন্য এটি আরও বেশি সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তবে ঠিক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, এবং বিকল্প কী থাকতে পারে—তা বিস্তারিতভাবে জানানো হতে পারে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।
রেলের জরুরি কাজের কারণে দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হতে চলেছে। রেল সূত্রে খবর, আদ্রা ডিভিশনে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চলেছে ভারতীয় রেল, যার ফলে আগামী কয়েকদিন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
আজ, অর্থাৎ সোমবার (১৭ মার্চ) থেকে শনিবার (২২ মার্চ) পর্যন্ত এই ট্রেন বাতিলের তালিকায় রয়েছে—
🔹 আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার (৬৮০৪৬/৬৮০৪৫) আপ ও ডাউন
🔹 আসানসোল-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার (৬৩৫৯৪/৬৩৫৯৩)— চলবে না ১৭ মার্চ (আজ), ১৯ মার্চ (বুধবার) এবং ২২ মার্চ (শনিবার)।
🔹 টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার
🔹 আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার
🔹 বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস
রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু ট্রেনের যাত্রাপথে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিং কাজ চলবে, যার ফলে কিছু ট্রেনের যাত্রা শুরু বা শেষ করার স্টেশন বদলানো হচ্ছে। এর আগে, গত বছর ৬ ও ৭ ডিসেম্বর, আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের উন্নয়নমূলক কাজের জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছিল। এবারও একই কারণে একাধিক ট্রেন ঘুরপথে চলবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।