Tax Notice to Zomato: বিরাট ধাক্কা খেতে হল অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোমাটোকে। সূত্রের খবর অনুযায়ী, বকেয়া জিএসটি এবং তার জরিমানাবাবদ তাদের ৮০০ কোটি টাকারও বেশি মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে কমিশনারেটের অন্তর্গত কমিশনার অফ সিজিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। জানা গেছে, ২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত জোমাটো তাদের পণ্য পরিষেবা কর বা জিএসটি মেটায়নি। এর ফলে, অবিলম্বে বকেয়া কর মেটানোর পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে জোমাটোর জিএসটি বাবদ বকেয়া রয়েছে ৪০১.৭ কোটি টাকা। আর তাদের ওপর এই বকেয়া জিএসটির সমপরিমাণ জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া, সুদের টাকাও গুণতে হবে জোমাটোকে, যার ফলে তাদের মোট পরিশোধযোগ্য অঙ্ক দাঁড়িয়েছে ৮০৩.৪ কোটি টাকা। এই ঘটনা সামনে আসার পর অনলাইন ফুড ডেলিভারির ব্যবসায় নানা ধরনের অনিয়ম সংক্রান্ত অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। তবে, জোমাটো জানিয়েছে তারা এই নোটিশ চ্যালেঞ্জ করতে আইনি পথে লড়াইয়ে নামবে।
নোটিশে ঠিক বলা হয়েছে?
১২ ডিসেম্বর ২০২৪-এ জোমাটোকে ওই নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাবার ডেলিভারি চার্জের জন্য যেই জিএসটি জোমাটোর দেওয়ার কথা ছিল, তা তারা পরিশোধ করেনি। এছাড়া, নোটিশে আরও বলা হয়েছে, ডিজিট্যাল পরিষেবার অন্তর্গত ইকোসিস্টেমে ডেলিভারি চার্জের উপর জিএসটি প্রদান করাটাই কর প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জোমাটো উপেক্ষা করেছে।
জোমাটোর জবাব
এই নোটিশের জবাব দিয়ে জোমাটো জানিয়েছে, তারা আইনি পথে এর মোকাবিলা করবে। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, “আমাদের বিশ্বাস, এই মামলায় আমাদের পক্ষের যুক্তিগুলি যথেষ্ট শক্তিশালী। আমাদের আইনি সহায়ক এবং কর সংক্রান্ত উপদেষ্টাদের সঙ্গে কথা বলে আমরা এটি বুঝতে পেরেছি। আমরা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশের বিরুদ্ধে আমাদের আবেদন পেশ করব।
জোমাটোর শেয়ারে এই নোটিশের প্রভাব
এই নোটিশের খবর চাউর হতেই জোমাটোর শেয়ারের দর পড়তে শুরু করেছে। ১২ ডিসেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ জোমাটোর শেয়ারের শেষ দাম ছিল ২৮৪.৯০ টাকা, যা আগের দামের তুলনায় ৬.৯০ টাকা বা ২.৩৬ শতাংশ কম। এখন বাজার বিশ্লেষকরা এই ঘটনাটির প্রভাব দীর্ঘমেয়াদে শেয়ারের দামে কেমন হবে, সেটি খতিয়ে দেখছেন।