দমদম বিমানবন্দরে ১০ টাকার চা খেতে বিরাট ভিড়, সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা অনেকটা বদলেছে, এবং সেইসঙ্গে বিমানভ্রমণও এখন অনেকটা সাধ্যের মধ্যে এসে গেছে। আগে যেখানে কিছু মানুষেরই বিমানযাত্রা করা সম্ভব ছিল না, এখন অনেক বেশি মানুষ সহজেই উড়াল দিতে পারছেন। তবে, বিমানবন্দরে খাবারের দাম চড়া হওয়া একটি সাধারণ সমস্যা। এই পরিস্থিতি কাটাতে এবং যাত্রীদের জন্য সুবিধা বাড়াতে সরকার চালু করেছে ‘উড়ান যাত্রী ক্যাফে’ (Udan Yatri Cafe)। আর এই ক্যাফে এখন সবার নজর কাড়ছে, কারণ সেখানে মিলছে সাশ্রয়ী দামেও ভালো মানের খাবার।
দমদম বিমানবন্দরে ১০ টাকার চা
বিমানযাত্রা করতে গিয়ে সাধারণত সবাই একটু আগে পৌঁছাতে পছন্দ করেন, যাতে চেক-ইন, সিকিউরিটি চেক ইত্যাদি দ্রুত শেষ করে নির্ভারভাবে যাত্রা করা যায়। তবে, কিছু সময় অপেক্ষা করতে হয় এবং সেই সময় যদি খিদে পেয়ে যায়, তবে ২০ টাকার কিছু খাবারও বিমানবন্দরে ৪ থেকে ৫ গুণ দামে কিনতে হয়। এর ফলে অনেক সময় মাঝারি আয়ের মানুষ চাপের মধ্যে পড়েন। এই সমস্যার সমাধানে সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু কলকাতা বিমানবন্দরে ‘উড়ান যাত্রী ক্যাফে’ (Udan Yatri Cafe) উদ্বোধন করেছেন।
বিগত ২১শে ডিসেম্বর চালু করা হয়েছিল এই ক্যাফেটি। যেটা প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। যার ফলে আরও বেশি লোকের নজরে আসে এই ক্যাফে। আর এবার জানা যাচ্ছে নয়া রেকর্ড তৈরী করেছে এই উড়ান যাত্রী ক্যাফে।
উড়ান যাত্রী ক্যাফে চালু হওয়ার পর মাত্র এক মাসেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম মাসেই সেখানে প্রতিদিন প্রায় ৯০০ জন কাস্টমার আসছেন, এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দেওয়া তথ্য অনুযায়ী, এক মাসে প্রায় ২৭,০০০ যাত্রী পরিষেবা পেয়েছেন। এটি একদিকে যেমন ক্যাফের সফলতা তুলে ধরছে, তেমনি বোঝা যাচ্ছে যে, বিমানবন্দরে সাধারণ মধ্যবিত্তদের জন্য এমন একটি সাশ্রয়ী খাবারের জায়গার প্রয়োজন ছিল।
কী কী পাওয়া যায় উদয়ন যাত্রী ক্যাফেতে?
উড়ান যাত্রী ক্যাফে চালুর সময় সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছিলেন। কলকাতা বিমানবন্দরের ১০০ বছর পূর্তির উপলক্ষে এই বিশেষ ক্যাফের উদ্বোধন করা হয়। এখানে মাত্র ১০ টাকায় এক বোতল জল পাওয়া যাচ্ছে, আর ২০ টাকার বিনিময়ে মিলছে কফি, সুইটমিট ও সিঙ্গাড়া। যেখানে সাধারণত বিমানবন্দরে একটা সামান্য বার্গারের দাম ৩৫০ টাকার কাছাকাছি, সেখানে এত কম দামে খাবার মেলায় স্বাভাবিকভাবেই ক্যাফেটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।