কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে, ২৫শে ডিসেম্বর এর আগে রেকর্ড ভিড় পর্যটকদের, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বড়দিনের আগে পর্যটকদের ঢল নেমেছে। কলকাতা সহ দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এসে পৌঁছাচ্ছেন নিউ জলপাইগুড়ি স্টেশনে (এনজেপি)। সেখান থেকে পাড়ি দিচ্ছেন শৈলশহরের পথে। কিন্তু এই আনন্দযাত্রার মাঝেই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাড়িভাড়া।
অনেক পর্যটক অভিযোগ করছেন, একশ্রেণির গাড়িচালক তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া দাবি করছেন। উদাহরণ হিসেবে কাকদ্বীপ থেকে আসা মহীতোষ চক্রবর্তীর অভিজ্ঞতা শোনা যায়। তিনি জানালেন, “সাধারণত ২,৫০০ টাকায় দার্জিলিং পৌঁছানো যায়। কিন্তু চালকরা প্রায় দ্বিগুণ অর্থাৎ ৪,৫০০ টাকা দাবি করলেন।”
এমনই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কলকাতার সুমনা সরকারও। বড়দিন উদযাপন করতে তিনি পরিবার নিয়ে দার্জিলিং যেতে চেয়েছিলেন। তবে গাড়িভাড়া নিয়ে চালকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সুমনা বলছেন, “আমার কাছে ৭,০০০ টাকা চাওয়া হয়েছিল, পরে অনেক কষ্টে ৫,৫০০ টাকায় যেতে রাজি হয় এক চালক। কিন্তু এভাবে পর্যটকদের সঙ্গে আচরণ করলে মানুষ দার্জিলিং মুখো হবে না। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।”
পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দার্জিলিং সহ পাহাড়ি হোটেলগুলোতে বুকিং প্রায় সম্পূর্ণ। ২০ ডিসেম্বর থেকেই পর্যটকেরা পাহাড়মুখী হচ্ছেন। তবে গাড়িভাড়ার এই সমস্যা অনেকের উৎসবের আনন্দ মাটি করে দিচ্ছে।
গাড়িচালকদের সংগঠন অবশ্য পর্যটকদের অভিযোগ অস্বীকার করেছে। তবে বিষয়টি যাতে পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে নষ্ট না করে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |