কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: উত্তরবঙ্গের আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে রেল পরিষেবায়। ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে নিউ জলপাইগুড়ি (এনজিপি) থেকে ছাড়া সব ট্রেনই নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। আপ এবং ডাউন লাইনের সব ট্রেনই দেরি করে ছাড়ছে এবং দেরিতে পৌঁছাচ্ছে।
আজ সকালে দার্জিলিং মেল প্রায় দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে পৌঁছায়। আসাম থেকে দিল্লি এবং গৌহাটি থেকে হাওড়া যাওয়া ট্রেনগুলিও তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে চলেছে। ঘন কুয়াশার কারণে অনেক ট্রেনকে গতি কমিয়ে রেলপথে থামিয়ে রাখার খবর পাওয়া গেছে। বিশেষত, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া গামী দুরন্ত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে স্টেশনে আসে।
রেল কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে যাত্রীদের আগাম জানিয়ে দিচ্ছেন যে ট্রেনগুলির নির্ধারিত সময়ে ছাড়ার সম্ভাবনা নেই। এছাড়া, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে অনেক ট্রেন অপেক্ষা করতে দেখা গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই আবহাওয়া আগামী কয়েকদিন ধরে চলতে পারে। তাই যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যাত্রার আগে সময়সূচি যাচাই করে তবেই রওনা দিতে।