কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: বড়দিনে জলের সমস্যা শিলিগুড়িতে জল আসবে এক বেলা, শিলিগুড়িতে আবারও পানীয় জল নিয়ে সংকটে পড়েছে পুরনিগম। নতুন বছর শুরুর আগেই ফুলবাড়ি জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বৃহস্পতিবার থেকে কয়েকদিন জল সরবরাহ ব্যাহত হবে। পুরনিগম জানিয়েছে, এই সময়কালে শুধুমাত্র সকালে জল সরবরাহ করা হবে, যা শহরবাসীর প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।
শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা যেন ক্রমাগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসখানেক আগেই দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের জন্য জল পরিষেবা বন্ধ ছিল। শহরের অধিকাংশ মানুষ পুরনিগমের জলের ওপর নির্ভরশীল। একবেলা জল না পেলেই বস্তি এলাকাগুলিতে সমস্যার মাত্রা চরমে ওঠে। সন্তোষীনগরের বাসিন্দা রিতা শা বলেন, “আগেও দেখেছি, একবেলা জল বন্ধ বললেও দু’বেলা জল বন্ধ হয়ে যায়। এমন হলে বড় বিপদ হবে। আমাদের তো জল কিনে খাওয়ার ক্ষমতা নেই।”
এদিকে, দ্বিতীয় পানীয় জলপ্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হলেও সমস্যার সমাধান দ্রুত হচ্ছে না। পলি পরিষ্কারে ৪-৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে পুরনিগম। এই সময়ে শুধু একবেলা জল সরবরাহ করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |