মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। এই নোটিশে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, ভবিষ্যতে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষার পেপার প্রকাশের সময়সূচি এবং পর্ষদের পক্ষ থেকে প্রশ্ন পাঠানোর নিয়মাবলী সম্পর্কিত নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে (Madhyamik Test Exam)। শিক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের প্রস্তুতির স্বার্থে এই সব তথ্য স্পষ্টভাবে জানানো হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরব।
মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে পর্ষদের নোটিশ
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলে নির্বাচনী টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩রা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ফাইনাল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি থেকে। এই টেস্ট পরীক্ষা সম্পূর্ণভাবে স্কুলের তত্ত্বাবধানে পরিচালিত হবে, তবে কিছু বিশেষ নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক।
নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করার সময় নিশ্চিত করতে হবে যে, প্রতিটি প্রশ্ন মাধ্যমিক পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর নির্ধারিত পাঠ্যসূচির (Class 10 Board Syllabus) মধ্যে থেকে নেওয়া হয়েছে। এছাড়াও, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এমন কোনো প্রশ্ন রাখা যাবে না যা বিতর্ক বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।
- প্রত্যেকটি স্কুল থেকে বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকাদের টেস্টের প্রশ্নপত্র করতে হবে।
- প্রশ্নপত্রে কোনরকম বিতর্কিত প্রসঙ্গ থাকলে সে ক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউটকে দায়ী করা হবে।
- পরীক্ষা শেষ হওয়ার পরপরেই প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে।
সংশ্লিষ্ট স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রশ্নপত্র স্কুলের হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের মধ্যশিক্ষা পর্ষদের ইমেল আইডি testpsperwbbse@gmail.com মারফতে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অরিজিনাল ডক কপি (Doc Word) করে পর্ষদে পাঠাতে হবে।
সব খবর
WBBSE অফিসিয়াল বিজ্ঞপ্তি
এছাড়াও, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কোনো বহিরাগত বা কোনো সংস্থার সাহায্য নিতে পারবেন না। পর্ষদের এই সিদ্ধান্তকে শিক্ষক মহলের অধিকাংশই সাধুবাদ জানিয়েছেন, কারণ এটি পরীক্ষার স্বচ্ছতা এবং মান বজায় রাখতে সহায়ক হবে।
| REGARDING SELECTION TEST FOR M.P.(S.E.), 2026 | No.: D.S (Aca)/856/T/91 Date: 17.10.2025 |
| টেস্ট পরীক্ষার প্রশ্ন ও নিয়ম নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি | Download PDF → |
| টেস্ট পরীক্ষার তারিখ (সময়সীমা) | ৩রা নভেম্বর, ২০২৫ থেকে ১৩ই নভেম্বর, ২০২৫ |


