ধৃতদের নাম নুর মহম্মদ শেখ ও মহম্মদ আতাউর। নুরের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বাণীপুর ও আতাউরের বাড়ি উমরপুরে।
মুর্শিদাবাদে পুলিশি তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। মুর্শিদাবাদে জাল নোট পাচার করতে গিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম নুর মহম্মদ শেখ ও মহম্মদ আতাউর। নুরের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকায় এবং আতাউরের বাড়ি উমরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারে যে, রঘুনাথগঞ্জ থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়ক পাশে এমডিআই মোড় নুর ও আতাউর বিপুল পরিমাণ জাল নোট নিয়ে এসেছিলেন। এমন তথ্য পাওয়ার পর, মঙ্গলবার সন্ধ্যায় সাদা পোশাকে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায় এবং দুই ব্যক্তিকে আটক করে। তাঁদের কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, এবং সবগুলো নোট ছিল ৫০০ টাকার।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “ধৃতেরা কোথা থেকে এই জাল নোট পেয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। আগামীকাল তাদের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে হাজির করানো হবে।”
তিনি আরও জানান, জাল নোটের পাচার চক্রের পেছনে অন্য কোনো বড় সম্পর্ক বা সংগঠনের যোগসূত্র আছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |