ISL 2024-25 মরসুমের শুরুতে কিছুটা ছন্দ হারালেও, ধীরে ধীরে নিজেদের খেলা জমিয়ে তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড। গোটা লিগে দুর্দান্ত পারফর্ম করে লিগ শিল্ড নিজেদের ঝুলিতে পুরেছে হোসে মোলিনার দল। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় বাগান, তাদের চোখ এবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চূড়ান্ত শিরোপার দিকে। এপ্রিল থেকে শুরু হতে চলা প্লে-অফের আগে দল শক্তি সঞ্চয় করছে, আর এর মধ্যেই সমর্থকদের জন্য এলো দারুণ এক সুখবর! কয়েক সপ্তাহ আগে চোটের কারণে মাঠের বাইরে থাকা তারকা ডিফেন্ডার এখন সেমিফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সূত্রের খবর, জাতীয় দলের এই ডিফেন্ডার পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন।
সেমির আগেই বাগানে ফিরছেন আশিষ রাই?
চলতি মরসুমে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। সেই তালিকায় সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি ছিল তারকা ডিফেন্ডার আশিষ রাই-এর চোট। সপ্তাহ কয়েক আগেই গুরুতর চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে, আর সেই কারণেই জাতীয় দলে ডাক পেলেও যোগ দিতে পারেননি ভারতীয় এই ডিফেন্ডার।আশিষের অনুপস্থিতিতে ভারতীয় দলের ডিফেন্সে বড়সড় পরিবর্তন করতে হয়, আর তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পান অভিষেক সিং।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |