এটা-সেটা মেখেছেন। দাগছোপ দূর করার ক্রিমও বাদ রাখেননি। তবু মুখ জুড়ে কালো ছোপ পরিষ্কার হয়নি? এমন সমস্যার সমাধান বাতলালেন শাহনাজ় হুসেন।
বিশ্ব তাঁকে জানে একজন সফল মহিলা শিল্পপতি হিসেবে। রূপচর্চার দুনিয়ায় তাঁর প্রসাধনীরও অনেক কদর রয়েছে। বহু বছর ধরে তিনি প্রাকৃতিক উপকরণ দিয়ে সৌন্দর্যচর্চার নানা উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছেন। শাহনাজ় বিশ্বাস করেন, সমস্যা সমাধানের উপায় অনেক সময় আমাদের নিজস্ব হেঁশেলেই লুকিয়ে থাকে। তাঁর এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে, প্রাকৃতিক উপকরণের মাধ্যমে সহজ এবং কার্যকরী সৌন্দর্যচর্চা সম্ভব।
মুখে কালো ছিটে দাগ বা কালো গোল প্যাচ অনেকেরই হয়ে থাকে, যা একটি সাধারণ সমস্যা। তবে তা খুব সহজে সারে না। সমাজমাধ্যমে শাহনাজ় তাঁর ঘরোয়া টোটকা শেয়ার করেছেন এই সমস্যা সমাধানের জন্য। তিনি বলছেন, পুদিনাপাতা বেটে মুখে লাগিয়ে রাখলে ত্বক পরিষ্কার ও সতেজ হয়ে ওঠে। তবে, শুধু এইটুকু নয়, সানস্ক্রিন ব্যবহার করাও অত্যন্ত জরুরি, যাতে রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা পায়।
মুখের কালো দাগ দূর করার ঘরোয়া টিপস
পুদিনা ত্বকের জন্য কতটা উপকারী?
পুদিনাপাতায় রয়েছে ভিটামিন A এবং C, যা ত্বকের জন্য অনেক উপকারী। এই পুষ্টি উপাদানগুলি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, এবং ভিটামিন A ত্বককে সুস্থ রাখে। এছাড়া, পুদিনাপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং নানা ধরনের খনিজ, যা ত্বকের উন্নতির জন্য খুবই উপকারি। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলি ত্বকের প্রদাহ বা জ্বালাপোড়া ভাব কমাতে সহায়তা করে। পুদিনাপাতা বেটে মুখে লাগালে ত্বক খুব দ্রুত সতেজ এবং সুস্থ হয়ে ওঠে।
‘মলিকিউলার ডাইভার্সিটি প্রিজ়ারভেশন ইন্টারন্যাশনাল’ নামে সুইডেনের এক বায়োমেডিক্যাল গবেষণা সংস্থার জার্নালে ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, পুদিনাপাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রোদের তাপে ক্ষতিগ্রস্ত ত্বককে রক্ষা করতে সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা দূর করতেও কার্যকরী। অর্থাৎ, পুদিনাপাতা শুধুই ত্বককে সুস্থ রাখে না, রোদের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে!
পুদিনা পাতার মাস্ক
শাহনাজ় হুসেনের বলা সমাধান ছাড়াও আরও নানা ভাবে ত্বকের পরিচর্যায় পুদিনা পাতা ব্যবহার করা যায়। কী ভাবে তৈরি করবেন পুদিনার মাস্ক?
পুদিনা এবং কলার মাস্ক:১০-১২টি পুদিনাপাতা আধখানা কলার সঙ্গে মিক্সিতে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি পরিষ্কার মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। এই মাস্কটি বলিরেখা কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করবে। পুদিনা ও কলা ত্বককে সতেজ ও সুন্দর করে তুলবে।
মুলতানি মাটি এবং পুদিনা: যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং রোদের তাপে মুখে জ্বালাভাব শুরু হয়, তাহলে এই প্যাকটি খুবই উপকারী হতে পারে। ২ টেবিল চামচ মুলতানি মাটি একটু জল দিয়ে মিশিয়ে নিন। তারপর এতে ১ টেবিল চামচ পুদিনাপাতা বাটা মিশিয়ে ভালো করে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বককে শীতল করবে এবং রোদের তাপে হওয়া জ্বালাপোড়া কমিয়ে ত্বককে সুস্থ রাখবে।
শসা, পুদিনার মাস্ক: আধখানা শসা এবং ১০-১২টি পুদিনাপাতা মিক্সিতে ভালো করে গুঁড়ে নিন। তারপর এতে কয়েক ফোঁটা মধু যোগ করুন। এই মিশ্রণটি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং দাগছোপ দূর করতে দারুণভাবে কাজ করবে। পুদিনা এবং শসার শীতলতা ত্বককে প্রশান্তি দেবে, আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে।