JKNews24, মুর্শিদাবাদ: রাজ্যে প্রধামন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। উপনির্বাচনের আগে থেকেই এই যোজনা ঘিরে একের পর এক অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য সচিব স্বয়ং বিষয়টি সামাল দিতে মাঠে নেমেছেন। দুর্নীতি ঠেকাতে এবং প্রকৃত উপভোক্তাদের নাম তালিকাভুক্ত করতে সমীক্ষাগুলিকে নতুন করে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আবাস যোজনার সমীক্ষায় কোনো গরমিল বরদাস্ত করা হবে না। তাঁর নির্দেশ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন এলাকায় সমীক্ষা চালাচ্ছে প্রশাসন।
রঘুনাথগঞ্জ, মিঠিপুর: আবাস যোজনা নিয়ে অভিযোগ যেন থামার নাম নিচ্ছে না। এবার সুনির্দিষ্ট ব্যক্তিদের বারবার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে অন্যদের ঘর বরাদ্দ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে।
ঘর পাওয়ার আশায় কাটমানি দেওয়া এক ব্যক্তির জন্য ঘটনা আরও ভয়ঙ্কর মোড় নেয়। অভিযোগ, ঘর না পেয়ে নিজের দেওয়া টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীদের মারধরের শিকার হন আতাবুর রহমান নামে ৬০ বছরের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আবাস যোজনা নিয়ে কাটমানি ফেরত চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা উত্তপ্ত মিঠিপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার তৃণমূল কর্মী মিঠুন শেখ প্রধামন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আতাবুর রহমানের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় আতাবুর শনিবার বিকেলে নিজের টাকা ফেরত চাইতে যান। অভিযোগ, সেই সময় মিঠুন শেখ আতাবুরকে বেধড়ক মারধর করেন। এমনকি আঘাত এতটাই গুরুতর ছিল যে আতাবুরের মাথা ফেটে যায়। আহত অবস্থায় আতাবুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যা নাগাদ তিনি মারা যান।
হাসপাতালেই মৃত্যু আক্রান্তের
আতাবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তবে তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় শনিবার ভোর পাঁচটা নাগাদ তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ভাগ্যবশত, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সকাল ৯টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় প্রধামন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজ পুরোদমে চলছে। তবে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের কারণে সেখানে সমীক্ষার কাজ কিছুদিন স্থগিত ছিল। উপ নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলাজুড়ে সমীক্ষা শুরু হয়েছে। প্রশাসন এই কাজের জন্য মোট ৮০০টি দল নামিয়েছে, যারা প্রতিটি এলাকায় গিয়ে প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করছে।