27 C
Kolkata
Wednesday, March 12, 2025

Aadhaar Card New Rules 2025: আধার কার্ডের নতুন নিয়ম জানুন!

Aadhaar Card New Rules 2025: ভারতের ডিজিটাল অগ্রগতির পথে আরও একটি বড় পদক্ষেপ নিল সরকার। আধার কার্ড ব্যবস্থায় এমন এক নতুন পরিবর্তন আনা হয়েছে, যা পরিচয় যাচাইয়ের পদ্ধতিকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশনের পাশাপাশি ফেস অথেনটিকেশন (Face Authentication)-এর মাধ্যমেও পরিষেবা পাওয়া যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখন থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণের সময় আর আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র দেখানোর ঝামেলা থাকবে না! শুধুমাত্র মুখ স্ক্যান করলেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে। বিশেষ করে, বয়স্ক ও নিরক্ষর ব্যক্তিদের জন্য এটি বড় সুবিধা কারণ অনেক সময় তারা ফিঙ্গারপ্রিন্ট বা অন্য বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যায় পড়েন। নতুন এই নিয়মের ফলে পরিষেবা নিতে সময়ও বাঁচবে। পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশন আরও দ্রুত ও নিরাপদ হবে।

Upi new rules in india

Upi New Rules In India: UPI এবার চার্জ কাটবে

ফেস অথেনটিকেশন কী?

ফেস অথেনটিকেশন হলো এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি, যা মুখের বায়োমেট্রিক ডাটা ব্যবহার করে পরিচয় যাচাই করে। সহজভাবে বললে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ দেখালেই প্রযুক্তি শনাক্ত করতে পারবে যে আপনি প্রকৃতপক্ষে কে। আধার কার্ডের ক্ষেত্রে এই পদ্ধতি চালু হওয়ায় এখন পরিচয় যাচাইয়ের জন্য OTP, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যানের উপর নির্ভর করতে হবে না। অর্থাৎ, ঝামেলা কমবে, আর পরিষেবা পাওয়া হবে আরও দ্রুত ও সহজ! এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উন্নত বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে কাজ করবে। ফলে এটি খুবই নির্ভুল এবং দ্রুততার সঙ্গে তথ্য যাচাই করতে পারবে। বিশেষ করে যাঁদের ফিঙ্গারপ্রিন্ট মিলতে সমস্যা হয় বা OTP পেতে অসুবিধা হয়, তাঁদের জন্য এটি দারুণ সুবিধাজনক হবে!

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর