Earthquake: সকাল সকাল, তখনও অনেকেরই ঘুম পুরো কাটেনি। আর ঠিক সেই সময়েই কেঁপে উঠল গোটা কলকাতা! হঠাৎ এই কম্পনে চমকে উঠলেন শহরবাসী। শুধু কলকাতাই নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও স্পষ্টভাবে অনুভূত হল ভূমিকম্প (Earthquake)। মঙ্গলবার সকালেই মাটির নিচ থেকে এক প্রবল কম্পন ছড়িয়ে পড়ে চারদিকে। জানা গেছে ভূমিকম্পের উৎসস্থল কলকাতার খুব কাছেই ছিল। এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও এই কম্পনের ঝাঁকুনি টের পাওয়া গেছে।
জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। এই কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র প্রকাশিত ছবিতেও সেই কম্পনের স্পষ্ট প্রমাণ মিলেছে। জানা গেছে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ওড়িশা উপকূল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার পূর্বে। আর কলকাতা থেকে কম্পনের উৎসস্থল প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও, প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি এবং দিঘায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম উপকূলের কিছু এলাকায় এই ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে জানুয়ারির এক ভোরে কলকাতা-সহ গোটা দেশ ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সেবার উৎসস্থল ছিল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের গোকর্ণেশ্বরের কাছে, লোবুচে থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। সেই কম্পন ভারত, নেপাল, বাংলাদেশ ছাড়াও চিন ও ভুটানেও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |