Gas Pipeline: কলকাতায় বসতে চলেছে রান্নার গ্যাসের পাইপলাইন।বেশ কয়েক মাস ধরে রাস্তা খোঁড়ার খরচ সংক্রান্ত জটিলতায় আটকে ছিল বেঙ্গল গ্যাস কোম্পানির পাইপলাইনের কাজ। এর ফলে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ প্রকল্প এক বছরেরও বেশি সময় ধরে থমকে ছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে সংশ্লিষ্ট মহলের ধারণা আগামী বছরেও শহরবাসী পুরোপুরি এই পরিষেবা পাবেন না। তবে স্বস্তির খবর হল—অবশেষে সেই বাধা কাটতে চলেছে! কলকাতায় বসতে চলেছে রান্নার গ্যাসের পাইপলাইন
কিছুদিন আগে বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, রাজ্যে পাইপে রান্নার গ্যাস সরবরাহের জন্য কাজ চলছে। বর্তমান আপডেট অনুযায়ী বেঙ্গল গ্যাস কোম্পানি ৭৯৫ কিলোমিটার পাইপলাইন বসিয়েছে। তবে প্রকল্পটি কবে সম্পূর্ণ হবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। এমনকি বণিকসভা অ্যাসোচ্যামের এক সভায় বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে কলকাতা শহরের উপকণ্ঠে নিউটাউনে পাইপবাহিত রান্নার গ্যাস পৌঁছে যাবে। তবে কলকাতার অভ্যন্তরে এই গ্যাস পরিষেবা কবে পৌঁছাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্টতা নেই।