ফেব্রুয়ারি মাসে ফ্রি রেশন: মাসের শুরুতেই রাজ্যের নাগরিকদের জন্য দারুণ সুখবর! ২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর মাধ্যমে দেশের প্রায় ১০০ কোটির কাছাকাছি মানুষ উপকৃত হবেন। চলতি মাসে কি কি রেশন সামগ্রী দেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখানে!
West Bengal Ration Items List
বিগত কিছু সময় ধরে রেশনে নানা ধরণের দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই সমস্যা ঠেকাতে সরকারের তরফে নানা সময়ে নানা নিয়ম আনা হয়েছে। এক্ষেত্রে, প্রত্যেক মাসের শুরুতে সকলকে জানিয়ে দেওয়া হয়, কোন কার্ডের মাধ্যমে কি কি সামগ্রী দেওয়া হবে। আগে এই সব তথ্য রেশন দোকানের সামনে লেখা থাকত, যাতে মানুষ সহজেই জানত তাদের কী কী প্রাপ্য।
কিছু দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রমজান মাস উপলক্ষে কিছু অতিরিক্ত সামগ্রী ফ্রিতে বা সামান্য মূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে, সেই দাম এবং কি কি দ্রব্য দেওয়া হবে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। আশা করা হচ্ছে, কিছু দিনের মধ্যে এই বিষয়টি পরিষ্কার হবে। তবে, এখন প্রয়োজন এবারের মাসের তালিকা দেখে নেওয়া, যাতে যাদের প্রাপ্য তা তারা সহজেই বুঝে নিতে পারে।
AAY কার্ডে সামগ্রীর তালিকা
এই কার্ডের গ্রাহকরা সবসময়ই বাকি সকলের তুলনায় বেশি ফ্রি রেশন পেয়ে থাকেন, আর এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। ২১ কিলো চাল, ১৪ কিলো গম বা তার বদলে ১৩ কিলো ৩০০ গ্রাম আটা পাওয়া যাবে। এর জন্য কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না, আর যদি অন্য কোনো সামগ্রী চাইতে চান, তবে তা খুবই কম মূল্যে দেওয়া হবে।
PHH ও SPHH সামগ্রীর তালিকা
এই দুই কার্ডের অন্তর্গত সকলকে এই ফেব্রুয়ারি মাসে ৩ কিলো চাল ও ২ কিলো গম, অথবা এর বদলে ১ কিলো ৯০০ গ্রাম আটা দেওয়া হবে। তবে, যদি অন্য কোনো অতিরিক্ত সামগ্রী পেতে চান, তাহলে সেই জিনিস টাকা দিয়ে কিনে নিতে হবে। রেশন দোকানে গিয়ে সেই দাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
RKSY – 1 & RKSY – 2 কার্ডের তালিকা
রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের অন্তর্গত রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এই কার্ডে ৫ কিলো চাল এবং ২ কিলো চাল দেওয়া হয় সকল গ্রাহকদের। তবে, গম বা আটা দেওয়া হয় না এই গ্রাহকদের। আগে কিছুদিন গম বা আটা দেওয়া হলেও, বিগত অনেক দিন ধরে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।