12.2 C
New York
Sunday, December 8, 2024

ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত তথ্য দেখে নাও

তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভারতীয় রেলে চাকরি করতে চান, কিন্তু ঠিকমতো জানেন না কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে। তোমাদের জন্যই আজকের প্রতিবেদনে ভারতীয় রেলের বিভিন্ন চাকরির তথ্য তুলে ধরা হবে। এখানে জানতে পারবে রেলের টেকনিক্যাল, নন-টেকনিক্যাল এবং অফিসার পদে চাকরির সমস্ত তথ্য। পাশাপাশি, জানাবে কী যোগ্যতা লাগবে, কোন পরীক্ষাগুলো দিতে হয়, এবং কীভাবে প্রস্তুতি নেবে। যদি তোমার স্বপ্ন হয় ভারতীয় রেলে চাকরি করা, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ো এবং সমস্ত তথ্য ভালোভাবে জেনে নাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway Management Service: রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস

ভারতীয় রেল (Indian Railway) প্রতি বছর Indian Railway Management Service (IRMS) নামক একটি গ্রেড A সার্ভিসের জন্য একটি পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়। IRMS মূলত টেকনিক্যাল চাকরি, যেখানে প্রার্থীদের টেকনিক্যাল দক্ষতা মূল্যায়ন করা হয়। তবে, নন-টেকনিক্যাল প্রার্থীদের জন্য একটি আলাদা পথ রয়েছে। তারা UPSC CSE (Union Public Service Commission Civil Services Examination) পরীক্ষার মাধ্যমে Indian Railway Management Service এ যোগদান করতে পারেন।

IRMS – অফিসার হিসাবে নিয়োগ পদ্ধতি

IRMS (Indian Railway Management Service) পরীক্ষাটি ভারতীয় রেলের গ্রেড A নিয়োগ পরীক্ষা, যা মূলত টেকনিক্যাল ক্ষেত্রের জন্য আয়োজিত হয়। এই পরীক্ষার মাধ্যমে প্রধানত Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering এবং Telecommunication Engineering সহ বিভিন্ন টেকনিক্যাল ক্যাটাগরিতে প্রার্থীদের নিয়োগ করা হয়।

Non-Technical Post-এ নিয়োগের জন্য প্রার্থীদের Civil Services পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটি তিনটি ধাপে হয়—Prelims, Mains এবং Interview। প্রতিটি ধাপে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয় এবং শেষমেশ এই ধাপগুলোর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

ভারতীয় রেলে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল চাকরি

ক্যাটাগরিপরীক্ষানিয়োগের পদ
Technical (টেকনিক্যাল)RRB ALP (Assistant Loco Pilot), RRB JE (Junior Engineer)Junior Engineer (JE), Junior Engineer (Information Technology), Depot Material Superintendent (DMS), Chemical & Metallurgical Assistant (CMA), Assistant Loco Pilot, Technician প্রভৃতি
Non-Technical (নন টেকনিক্যাল)RRB Group D, RRB NTPC (Non-technical popular categories), RRB Ministerial & Isolated CategoriesJunior Clerk cum Typist, Account Clerk cum Typist, Junior Time Keeper, Trains Clerk and Commercial cum Ticket Clerk, Traffic Assistant, Goods Guard, Senior Clerk cum Typist, Station Master, Track Maintainer Grade-IV, Helper, Assistant Pointman প্রভৃতি

তোমাদের সুবিধার্থে বলে রাখি, ভারতীয় রেলে Technical (RRB JE, RRB ALP) এবং Non-Technical (RRB Group D, RRB NTPC) ক্যাটেগরির জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। উল্লেখযোগ্য কিছু চাকরির যোগ্যতাগুলি একে একে তোমাদের জানাচ্ছি –

বিষয়লিঙ্ক
ভারতীয় রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটindianrailways.gov.in
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB Apply)rrbapply.gov.in

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection