27 C
Kolkata
Friday, December 27, 2024

এবারে শীতে পর্যটকদের আকর্ষণ করছে জল্দাপাড়ার গন্ডার

কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: এবারে শীতে পর্যটকদের আকর্ষণ করছে জল্দাপাড়ার গন্ডার, শীতকাল মানেই জলদাপাড়ায় পর্যটকদের ভমন ভিড়। আর এই ভিড়ের অন্যতম প্রধান আকর্ষণ জলদাপাড়ার গন্ডার। পর্যটকদের মধ্যে গন্ডারের জনপ্রিয়তা এতটাই বেশি যে, শুধুমাত্র গন্ডার দেখার জন্যই মাইলের পর মাইল পাড়ি দেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলকাতা থেকে জলদাপাড়া ঘুরতে আসা এক পর্যটক জানালেন, “গন্ডার দেখতে বিশাল হলেও ওরা অত্যন্ত শান্ত এবং নিরীহ। কাছাকাছি যাওয়া সম্ভব না হলেও ওদের দেখার মধ্যে এক আলাদা আনন্দ রয়েছে।

জলদাপাড়ার বিশাল সবুজ প্রান্তর, পাহাড়ের কোলে বিস্তীর্ণ সমতল ভূমি, এবং তার মাঝে গন্ডারের আবাসস্থল পর্যটকদের মুগ্ধ করে। তাদের দৈনন্দিন জীবনযাত্রা যেমন—কী খায়, কোথায় থাকে, কীভাবে সময় কাটায়—এইসবই পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে।

শীতের মরসুমে গন্ডারের প্রতি এই আকর্ষণ শুধু বয়স্কদের নয়, ছোটদের মধ্যেও সমানভাবে রয়েছে। অনেকেই গন্ডারের ছবি তুলতে চান, আবার কেউ কেউ গাইডের কাছে জানতে চান গন্ডারদের গল্প। জলদাপাড়ার এই গন্ডারের ঐতিহ্য শুধু বন বিভাগের নয়, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছেও এক বিশেষ গর্বের বিষয়।

জলদাপাড়ায় গন্ডার যে পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। শীতের ছুটিতে যারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান, তাদের জন্য জলদাপাড়ার এই গন্ডার এক অনন্য আকর্ষণ।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection