আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

LPG সিলিন্ডারের দাম বৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত! হেঁসেলে আগুন ধরালো নতুন দাম

Published on: January 15, 2025
LPG সিলিন্ডারের দাম

JKNews24 Bangla, বাংলাদেশ: LPG সিলিন্ডারের দাম বৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত! নতুন বছর শুরু হতে না হতেই মধ্যবিত্তদের জন্য সুখবর! প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয়, আর এই জানুয়ারির প্রথম দিনেই এক ধাক্কায় কমে গেছে গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ১৬ টাকা কমায় স্বস্তির হাওয়া ফিরেছে অনেকের হেঁসেলে। বছরের এই শুরুতেই এমন খবর যেন সকলের মনে আনন্দের শুভ সূচনা এনে দিল।

— Advertisement —

রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশ কমেছে। কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৯১১ টাকা, যা ডিসেম্বরে ছিল ১৯২৭ টাকা। এর আগে শেষবার গত জুলাই মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। এরপর টানা কয়েক মাস ধরে দাম বেড়ে চলেছিল। নতুন বছরের এই দামের ছাড়ে অনেকেই খুশি। তবে এই পরিস্থিতিতেই প্রতিবেশী বাংলাদেশে বছরের শুরুতে রান্নার গ্যাসের দাম বেড়েছে।

— Advertisement —

বাংলাদেশের পরিস্থিতি আগেই উত্তপ্ত ছিল, গত বছরের আগস্ট থেকেই নানা সমস্যায় জর্জরিত দেশটি। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পরেও দ্বন্দ্ব থামেনি, আর মুহাম্মদ ইউনূসের সরকারও কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হয়েছে। এই কারণে জিনিসপত্রের দামও আকাশছোঁয়া হয়ে উঠেছে। ভারতের সঙ্গে সম্পর্কেও খারাপ প্রভাব পড়ছে ওপার বাংলায়। এমন সময়ে, রান্নার গ্যাসের দামও বেশ বাড়িয়ে দিয়েছে, যা সাধারণ মানুষের উপর নতুন চাপ তৈরি করেছে।

— Advertisement —

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) ২ জানুয়ারি প্রথমে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১ হাজার ৪৫৫ টাকা। তবে গতকাল, অর্থাৎ মঙ্গলবার, সেই দামেই ভ্যাট যোগ করে নতুন দাম ঘোষণা করা হয়। জানা গিয়েছে, রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে ৪ টাকা। এর ফলে, দাম বৃদ্ধির পর এখন এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ টাকা।

অন্যদিকে, বেসরকারি এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতি কেজিতে গ্যাসের দাম এখন ১২১ টাকা ৫৬ পয়সা। তবে ভ্যাট বৃদ্ধির আগে এই দাম ছিল অনেক কম, আগে ছিল ১২১ টাকা ১৯ পয়সা। একইসঙ্গে, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম নতুন করে ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অটো গ্যাসের দামও লিটার প্রতি বাড়িয়ে ৬৭.২৭ টাকা করা হয়েছে, যা আগের দাম ৬৬.৭৮ টাকার চেয়ে একটু বেশি।

— Advertisement —

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Leave a Comment