Madhyamik Admit Card 2025: এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ খবর! পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক অ্যাডমিট কার্ডের দিনক্ষণ চূড়ান্ত করেছে। প্রতিবছরের মতো এবছরও ফেব্রুয়ারি মাসে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আর নিয়মমাফিক, পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে অ্যাডমিট কার্ড। প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের নির্দিষ্ট তারিখ এবং সময় অনুযায়ী তাদের নিজ নিজ স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।
WBBSE Madhyamik Admit Card 2025
এডমিট কার্ড হল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2025) শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে। মনে রাখবেন, পরীক্ষার হলে এডমিট কার্ড ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাই সময়মতো নিজের এডমিট কার্ড সংগ্রহ করা এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় সেটি সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। তাহলে, কবে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে এডমিট কার্ড? এবার জেনে নিন নির্দিষ্ট দিনক্ষণ!
স্কুল থেকে মাধ্যমিক এডমিট কার্ড কবে দেবে?
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)-এর ঘোষণা অনুযায়ী, ৩০শে জানুয়ারি ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তাঁর নিযুক্ত প্রতিনিধি মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড (Madhyamik Admit Card) সংগ্রহ করবেন। এরপর, ১লা ফেব্রুয়ারি থেকে ছাত্রছাত্রীদের মধ্যে এডমিট কার্ড বিতরণ শুরু হবে। প্রতিটি বিদ্যালয় তাদের সুবিধামতো নির্দিষ্ট সময় ও দিন জানিয়ে দেবে, যাতে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজের এডমিট কার্ড সংগ্রহ করতে পারে।
কার্ডে ভুল থাকলে কি করণীয়?
এডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্মতারিখ, পরীক্ষা কেন্দ্রের ঠিকানা এবং পরীক্ষার সময়সূচি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে। তাই এটি সংগ্রহ করার পর অবশ্যই ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। যদি কোনো ভুল বা ত্রুটি দেখা যায়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পর্ষদের নির্দেশ অনুযায়ী, ভুল সংশোধনের জন্য ৬ই ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে লিখিতভাবে আবেদন জমা দিতে হবে। তবে মনে রাখবেন, কোনো বিদ্যালয় সরাসরি এই সংশোধনের আবেদন গ্রহণ করবে না। তাই দেরি না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিন, যাতে পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়!