কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ছেলেমেয়েদের পাঠিয়েছেন বাংলাদেশে ডাক্তারি পড়তে, কিন্তু এখন বিপাকে রায়গঞ্জের ডাক্তারি পড়ুয়ার অভিভাবকেরা, ছেলেমেয়েদের বাংলাদেশে ডাক্তারি পড়াতে পাঠিয়ে বিপাকে পড়েছেন রায়গঞ্জের বেশ কয়েকজন অভিভাবক। কেউ সন্তানকে নিয়ে এসেছেন, আবার কেউ কী করবেন বুঝতে পারছেন না।
কারণ, তাদের নিয়ে চলে আসলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। রায়গঞ্জের দেশবন্ধুপাড়ার এক ছাত্র বগুড়ায় একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছে। কয়েকদিন আগে তাকে তার বাবা ফেরত নিয়ে আসেন। অন্যদিকে, কুমারডাঙির আরেক তরুণী সিরাজগঞ্জের একটি মেডিকেল কলেজের পড়ুয়া। এ’বছরই সে ভর্তি হয়েছে। তার বাবার বক্তব্য, ‘দুশ্চিন্তার মধ্যে আছি। কখন কী হয়। যোগাযোগ রাখছি, খোঁজখবর নিচ্ছি। রায়গঞ্জের বেশ কয়েকজন পড়ুয়া ওখানে আছে।’
পরিস্থিতির ভয়াবহতা আরও পরিষ্কার সেখান থেকে ফিরে আসা আরেক ছাত্র অলোক ঘোষের বাবা অপূর্ব ঘোষের বক্তব্যে। বগুড়া মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অলোক ঘোষ। রবিবার তার বাবা অপূর্ব ঘোষ বলেন, ‘প্রাণনাশের ভয়ে ছেলেকে নিয়ে রায়গঞ্জের বাড়িতে চলে এসেছি। বাংলাদেশে যা অবস্থা, আর ওই দেশে ফিরে ছেলের ডাক্তারি পড়া সম্ভব নয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে মেডিকেলের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। কিন্তু অগাস্ট মাস থেকে পরিস্থিতি উত্তপ্ত। তাই বাড়িতে নিয়ে এসেছি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |