কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজ শিলিগুড়ি হাসপাতালে, রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন মেয়র গৌতম দেব। মেয়র এদিন বৈঠকের জানান, আমাদের কাছে প্রধান গুরুত্ব পাবে রোগীরা। রোগীদের পাশে আমরা আছি ছিলাম এবং থাকবো। মেয়র আরো জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের পাশে এবং মানুষের কাছে থাকেন। আজকে হাসপাতাল গুলি বিভিন্নভাবে প্রয়োজনীয় সহায়তা করতে মানুষের সাথে।
আমাদের দরকার সব দিক দিয়ে আমাদের রোগীরা যাতে সুরক্ষা পায় সেটা দেখা। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে , রোগীকে ভর্তি করে রোগীর আত্মীয়-স্বজনেরা বিভিন্নভাবে রাত্রি বাস করেন। আমাদের এদিকেও খেয়াল রাখতে হবে। যাতে রোগীকে ভর্তি করতে এসে তাদের কোন অসুবিধা না হয়। এছাড়া রোগীদের খাবারের দিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাদের খাবারের গুণমান ভালো থাকে। হাসপাতাল মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য, তাই আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। মেয়রাতের প্রয়োজনে বেশ কিছু নির্দেশ দেন, এবং তিনি জানান দরকার হলে আমি পাশে থাকব। আমি সব সময় প্রস্তুত সব ধরনের সাহায্য করতে। জানিয়ে দিলেন তিনি।