JKNews24 Bangla, কলকাতা: শুরু হয়ে গেল মার্চ মাস! চোখের পলকে তিন দিন কেটে গেল। নতুন মাস মানেই নতুন ছুটির তালিকা! রবিবারের সাপ্তাহিক ছুটি তো থাকছেই, তবে মার্চে আর কবে কবে ছুটি থাকবে, তা জানতে সবাই উৎসুক। মাসের শুরুর দিকে ছুটির সংখ্যা কম হলেও, মাসের শেষে কিন্তু একের পর এক ছুটি আসছে! ফলে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকারি-বেসরকারি কর্মচারী—সবাই ছুটির মজা নিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক, মার্চ মাসের পুরো হলিডে লিস্ট!
মার্চ মাসে সরকারি ছুটির তালিকা
আগামী ১৩ মার্চ দোল যাত্রা (শুক্রবার), ১৪ মার্চ হোলি (শনিবার)। এরপর ২৮ মার্চ জামাত উল বিদার জন্য ছুটি এবং ৩১ মার্চ ও ১ লা এপ্রিল ঈদের জন্য অতিরিক্ত ছুটি থাকবে। দোল, হোলি পরপর থাকে, সেই সঙ্গে তৃতীয় দিন পড়েছে রবিবার। মানে পর পর তিন দিন ছুটির মুডে থাকার সুযোগ। ৩০ তারিখ (রবিবার), ৩১ তারিখ (সোমবার) ও ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের জন্য ছুটি দেওয়ার ফলে ফের টানা ছুটি পেয়ে যাবেন পড়ুয়ারা সহ সকল সরকারি কর্মীরা।
মার্চ মাস যেন ছুটির উৎসব! টানা ছুটির এমন সুবর্ণ সুযোগ সবসময় আসে না। বেশিরভাগ সময় ছুটি এসে পড়ে রবিবারে, আর তখন আফসোস করা ছাড়া উপায় থাকে না। তবে এবার সেই চিন্তা নেই! একের পর এক ছুটি এমনভাবে বসেছে যে কর্মী থেকে পড়ুয়া—সকলের জন্যই নিখাদ বিশ্রামের সুযোগ। এই সময়টাকে কাজে লাগিয়ে একদিনের ছোট্ট ট্রিপ প্ল্যান করে নেওয়া যেতে পারে, বা বাড়িতেই আরাম করে বসন্তের হালকা হাওয়ায় মজে থাকা যায়।