আবহাওয়া আপডেট: বাংলার আবহাওয়া যেন পুরোপুরি পাল্টে গেছে! একদিকে তাপমাত্রা একটু বেড়েছে, আবার অন্যদিকে ঠান্ডা আর কুয়াশার দাপট এখনও রয়ে গেছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তবে গত কয়েকদিন ধরে আবহাওয়ার মেজাজ একেবারেই বদলে যাচ্ছে—কখনো শীত বাড়ছে, কখনো আবার গরম অনুভূত হচ্ছে। সব মিলিয়ে বাংলার আবহাওয়া যেন একেবারে দফারফা অবস্থা! এর সঙ্গে ঘন কুয়াশার দাপট এখনও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বাংলার তাপমাত্রা আবার একটু বাড়বে। তবে এখনও বেশ কিছু জেলায় শীতের আমেজ টিকে থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। তবে, এই শীত বেশিদিন থাকছে না! কারণ, শীতের পথে জল ঢালতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে শীত কমতে শুরু করবে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ২২ জানুয়ারি থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করবে। এর ফলে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা তৈরি হবে, যার প্রভাব পড়বে বাংলার শীতের ওপরও। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই যারা ঠান্ডার আমেজ উপভোগ করছেন, তাঁরা একটু সতর্ক থাকুন—কারণ শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করতে পারে!
উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কিছু জায়গায় মাত্র ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় সকালবেলা কুয়াশার দাপট বেশ ভালোই থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। তাই যাঁরা এই অঞ্চলে থাকেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁরা কিন্তু গরম পোশাক সঙ্গে রাখতে ভুলবেন না!
আগামীকালের আবহাওয়া আপডেট
এবার জেনে নিন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।