কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: মেয়েরা আজ খেলার মাঠে” ফুটবল প্রতিযোগিতা শুধুমাত্র মহিলাদের জন্য অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। রাজ্যের বিশিষ্ট মহিলা তৃণমূল নেত্রী দোলা বন্দোপাধ্যায় প্রধান অতিথি। মোট নটি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন খেলোয়াড়দের সাথে পরিচিত হন দোলা বন্দোপাধ্যায়। তিনি এদিন জানান আমরা মহিলারা যে পুরুষদের থেকে কোনভাবেই কোন দিক থেকেই পিছিয়ে নেই এই প্রতিযোগিতা তা প্রমাণ করে।
আমাদের দেখিয়ে দিতে হবে সমাজকে, যে আমরাও শক্তিশালী। আমরাও সব পারি, ফুটবল খেলা যে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ না, এই ধরনের খেলা তা প্রমাণ করে দেয়। তাই আমি প্রত্যেক দলের প্রত্যেক খেলোয়াড়কে আলাদা আলাদা ভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।” রেফারিজ and empire association এর উদ্যোগে এই প্রতিযোগিতা চলবে আগামী ৬ তারিখ পর্যন্ত। এদিন খেলোয়ারদের সাথে পরিচিত হন, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার।