15 C
Kolkata
Monday, January 20, 2025

রাত পোহালেই বদলাবে আবহাওয়া: কতটা এগোল নিম্নচাপ? জেনে নিন সর্বশেষ আপডেট

রাত পোহালেই বদলাবে আবহাওয়া: কতটা এগোল নিম্নচাপ? জেনে নিন সর্বশেষ আপডেট, ডিসেম্বরে শীতের দাপট চরমে। উত্তরবঙ্গ জুড়ে এখন পুরো শীতের আমেজে মজেছে সবাই। চলতি মাসেই সিকিমের পর এবার দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যোগ হতে পারে হাড় কাঁপানো শীত। ঠান্ডা হাওয়ার দাপটে শীতের ঘনত্ব আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজ মঙ্গলবার শৈলশহর দার্জিলিংয়ে শীতের দাপট চরমে। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চারদিকে ঘন কুয়াশা যেন পুরো শহরকে ঢেকে রেখেছে। উত্তরের পাঁচ জেলাতেই একই চিত্র—কুয়াশাচ্ছন্ন আকাশ আর জমাট শীত। শীতের মরসুম জমে উঠছে ক্রিসমাসের আগেই। শৈলশহর দার্জিলিংয়ে এবার তুষারপাতের সম্ভাবনা উঁকি দিচ্ছে। ইতিমধ্যেই পারদ পড়তে শুরু করেছে পাহাড় থেকে সমতলে। হাড় কাঁপানো ঠান্ডায় গোটা উত্তরবঙ্গ কাঁপছে, আর ঠান্ডা আবহাওয়ার মজা নিতে পর্যটকরাও ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পাহাড়ি এলাকায়।

উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের রীতিমতো জমজমাট পরিস্থিতি। চলতি সপ্তাহেই দার্জিলিং, সোনাদা, ঘুম আর কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলগুলো সাদা বরফের চাদরে মুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের কামড় থেকে বাঁচতে এরই মধ্যে স্থানীয় মানুষজন মোটা শীতবস্ত্র গায়ে জড়িয়ে নিয়েছে। রাস্তাঘাটে দেখা মিলছে আগুনের ছোট ছোট আড্ডা—স্থানীয়দের সঙ্গে তাল মিলিয়ে বসে পড়েছে পর্যটকরাও। গা-হাত-পা সেঁকে নিচ্ছেন সকলে আর সঙ্গে উপভোগ করছেন পাহাড়ি শীতের অনন্য সৌন্দর্য।

আই এম ডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়তে চলেছে। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও পারদের পতন দেখা যাবে। যদি বৃষ্টি হয়, তাহলে ঠান্ডার কামড় আরও তীব্র হতে পারে। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় জমে যাবে পুরো উত্তরবঙ্গ। চলতি মাসের মধ্যেই পারদ আরও ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে বলে আশা করা হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের দারুণ আমেজ অনুভূত হচ্ছে। পাহাড় থেকে সমতল—সর্বত্রই জাঁকিয়ে বসেছে শীতের ছোঁয়া। দার্জিলিং, কালিম্পং-এর পাহাড়ি এলাকা ঘন কুয়াশায় ঢেকে যেন এক মায়াবী চেহারা নিয়েছে। সমতল এলাকাতেও ভোরের দিকে কুয়াশার চাদর মুড়ে ফেলছে সবকিছু। শীতের দারুণ মুডে সেজে উঠেছে উত্তরবঙ্গ, আর এই রূপ উপভোগ করতে পর্যটকরাও ভিড় জমাতে শুরু করেছেন পাহাড়ি অঞ্চলে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection