বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল: বাংলার সিরিয়াল প্রেমীদের জন্য দুঃখজনক খবর। বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় এক সিরিয়াল। সিরিয়ালটি চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিল। এমন এক সময় এসেছিল যখন এটি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘অমরসঙ্গী’কেও টেক্কা দিতে শুরু করেছিল। স্টার জলসার এই সিরিয়ালের গল্প অন্যান্য বাংলা সিরিয়ালের তুলনায় অনেকটাই আলাদা।
দুই বোনের গল্প। কিন্তু তারা জানত না, তারা দুজন একে অন্যের বোন। দুই বোন এবং স্টার জলসার কথা বলতে নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কোন সিরিয়ালের কথা বলছি। আমরা আলোচনা করছি জনপ্রিয় সিরিয়াল ‘দুই শালিক’ নিয়ে। বিকেল সাড়ে পাঁচটার স্লটে এক সময় বেশ সাড়া জাগাতে শুরু করেছিল দুই শালিক। জমে উঠতে শুরু করেছিল গল্প। এমন সময় খবর আসছে এই সিরিয়াল নাকি বন্ধ হয়ে যেতে পারে!
এখনও পাকাপাকি ভাবে কিছু নিশ্চিত না হলেও, ‘দুই শালিক’ সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এক সিরিয়াল বন্ধ হলে নতুন সিরিয়াল আসা স্বাভাবিক। কিন্তু সিরিয়াল বন্ধ হওয়া মানে তো একধরনের মন খারাপের পরিবেশ তৈরি হয়ে যায়। একসময় যখন ‘দুই শালিক’ সিরিয়ালের টিআরপি ৫-এ পৌঁছেছিল, তখন মনে হচ্ছিল এই সিরিয়াল বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপর সেটা আর ঠিক সেই জায়গাটা ধরে রাখতে পারেনি।
কমতে শুরু করেছিল টিআরপি। এখন মানুষ যদি পছন্দ না করেন, তাহলে সিরিয়াল চালিয়ে হবেটা কী? শোনা যাচ্ছে, টিআরপি কম থাকার কারণেই স্টার জলসার দুই শালিক ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। তার জায়গায় আসতে পারে নতুন কোনো সিরিয়াল।