WB Guest Teacher Job 2025: এবার রাজ্যে Guest Teacher পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অফিস অফ দ্য সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব-ডিভিশনাল অফিসার এর পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে সরকারি মডেল স্কুলে বিভিন্ন বিষয়ে Guest Teacher পদে নিয়োগ করা হচ্ছে। যাদের আগ্রহ রয়েছে, তাদের লিখিত পরীক্ষা দিতে হবে না! বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। তাই যেকোনো যোগ্য প্রার্থী ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ করা হচ্ছে, গভর্নমেন্ট মডেল স্কুল, হরিরামপুর (ইংলিশ মিডিয়াম) ও গভর্নমেন্ট মডেল স্কুল, কুশমণ্ডি (ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়ে। যেখানে গভর্নমেন্ট মডেল স্কুল, হরিরামপুর (ইংলিশ মিডিয়াম) এ ইতিহাস ও ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আর অপরদিকে গভর্নমেন্ট মডেল স্কুল, কুশমণ্ডি (ইংলিশ মিডিয়াম) এখানেও ভূগোল বিষয়ে Guest Teacher নিয়োগ করা হচ্ছে।
উপরের উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ 62 বছর বয়স হতে হবে। বয়স গণনা করা হবে 01/01/2025 তারিখ অনুযায়ী। আবেদন করার আগে, দয়া করে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে আবেদন করুন।
অগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য, আবেদন ফর্ম ও সমস্ত প্রয়োজনীয় নথি সহ The Sub-divisional Officer, Gangarampur Sub-division, P.O. Buniadpur, P.S.- Banshihari, Dist- Dakshin Dinajpur এই ঠিকানার নির্দিষ্ট ড্রপ বক্সে 19/03/2025 তারিখের মধ্যে জমা করতে হবে।
আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, যে সমস্ত প্রার্থী সরকারী বিদ্যালয়, সরকার অনুমোদিত বিদ্যালয়, সরকার পৃষ্ঠপোষক বিদ্যালয় এবং বেসরকারি স্বনির্ভর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তারা আবেদনের যোগ্য।
West Bengal Guest Teacher Recruitment Notification 2025:- Download