পশ্চিমবঙ্গে 9850 শূন্যপদে চাকরি: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (NBCFDC) থেকে নতুন করে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা জানাতে হবে অনলাইনে। জাতীয় অনগ্রসর শ্রেণীর অর্থ ও উন্নয়ন মিশন থেকে প্রকাশিত নোটিশ নং NBCFDM/HR/REC_WB-Ad/10/05-03-2025 ও প্রকাশিত তারিখ 5ই March, 2025।
জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রতিটি পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা, বয়স সীমা এবং বেতন উল্লেখ করা হয়েছে। তাই আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এই পদগুলোর জন্য। যদি আপনি এই সুযোগে আবেদন করতে চান, তবে পুরো তথ্যটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন করুন!
Table of Contents
NBCFDM কতগুলো শূন্যপদে কর্মী নিয়োগ করছে?
ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট 9850 টি শূন্যপদে নিয়োগ দেওয়া হচ্ছে। সবচেয়ে ভালো খবর হল, পশ্চিমবঙ্গের মধ্যেই যোগ্য চাকরি প্রার্থীদের কর্মস্থল থাকবে।
ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন যে সমস্ত পদে কর্মী নিয়োগ করছে, সেগুলি হল – ট্রেনিং ফ্যাসিলিটেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি-টাস্কিং অফিসিয়াল, কম্পিউটার অপারেটর, ফিল্ড ডাটা কালেক্টর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা ম্যানেজার, অ্যাকাউন্ট অফিসার, এবং ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার।
NBCFDM পদে আবেদন করার জন্য বয়স কত
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য বয়সের শর্তও উল্লেখ করা হয়েছে। ট্রেনিং ফ্যাসিলিটেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি-টাস্কিং অফিসিয়াল, কম্পিউটার অপারেটর এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৩ বছর। অন্যদিকে, ফিল্ড ডাটা কালেক্টর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা ম্যানেজার পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৩ বছরের মধ্যে। অ্যাকাউন্ট অফিসার পদে আবেদন করার জন্য বয়স ২২ বছর থেকে ৪৩ বছরের মধ্যে হতে হবে, এবং ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ২৩ বছর থেকে ৪৩ বছরের মধ্যে।
NBCFDM কতগুলো শূন্যপদ
জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) 9850 টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে। পদ ভিত্তিক শূন্যপদগুলোর বিস্তারিত তালিকা হলো:
- ট্রেনিং ফ্যাসিলিটেটর পদে 1566 টি শূন্যপদ
- অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 1865 টি শূন্যপদ
- মাল্টি-টাস্কিং অফিসিয়াল পদে 1258 টি শূন্যপদ
- কম্পিউটার অপারেটর পদে 1774 টি শূন্যপদ
- ফিল্ড ডাটা কালেক্টর পদে 996 টি শূন্যপদ
- ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে 1444 টি শূন্যপদ
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 231 টি শূন্যপদ
- ডাটা ম্যানেজার পদে 436 টি শূন্যপদ
- অ্যাকাউন্ট অফিসার পদে 166 টি শূন্যপদ
- ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে 114 টি শূন্যপদ
কোন পদে কত টাকা করে মাসিক বেতন?
জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে যে, নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা ভিত্তিক। যেখানে কর্মরত চাকরি প্রার্থীদের জন্য পদ অনুযায়ী আলাদা আলাদা মাসিক বেতন নির্ধারিত রয়েছে:
- ট্রেনিং ফ্যাসিলিটেটর পদে মাসিক বেতন: 22,750 টাকা
- অফিস অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর পদে মাসিক বেতন: 23,250 টাকা
- মাল্টি-টাস্কিং অফিসিয়াল পদে মাসিক বেতন: 23,450 টাকা
- ফিল্ড ডাটা কালেক্টর পদে মাসিক বেতন: 25,650 টাকা
- ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন: 24,650 টাকা
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন: 30,750 টাকা
- ডাটা ম্যানেজার পদে মাসিক বেতন: 28,350 টাকা
- অ্যাকাউন্ট অফিসার পদে মাসিক বেতন: 27,450 টাকা
- ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে মাসিক বেতন: 36,760 টাকা
NBCFDM পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা?
ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন (এনবিসিএফডিএম) এর তরফ থেকে প্রকাশিত নোটিশে পদ ভিত্তিক আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কিছু পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ এবং তিন বছরের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে। আবার কিছু পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতা ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আপনি আবেদন করার আগে অবশ্যই এনবিসিএফডিএম থেকে প্রকাশিত নোটিশটি ভালোভাবে পড়বেন। নোটিশ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে। সেই লিংক থেকে সরাসরি ডাউনলোড করে বিস্তারিতভাবে যোগ্যতার মানদণ্ড দেখে নিয়ে আবেদন করুন।
NBCFDM আবেদন ফি? (পশ্চিমবঙ্গে 9850 শূন্যপদে চাকরি)
জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন (এনবিসিএফডিএম) থেকে যেসব পদে নিয়োগ করা হচ্ছে, সেই পদে আবেদন ফি এর বিস্তারিত নীচে দেওয়া হল:
- General/OBC/MOBC প্রার্থীদের জন্য আবেদন ফি: 399 টাকা
- SC/ST প্রার্থীদের জন্য আবেদন ফি: 299 টাকা
- BPL প্রার্থীদের জন্য আবেদন ফি: 299 টাকা
যাদের কাছে বৈধ BPL সার্টিফিকেট রয়েছে, তারা সেটির স্ক্যান কপি আপলোড করবেন। তবে রেশন কার্ড BPL সার্টিফিকেট হিসেবে গ্রহণযোগ্য হবে না। এছাড়া জানিয়ে দেওয়া হয়েছে যে, লিখিত পরীক্ষায় উপস্থিত হলে আবেদন ফি ফেরত দেওয়া হবে।
NBCFDM পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য আবেদন অনলাইনে করতে হবে। অন্য কোনো মাধ্যম বা উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার সময় যদি উপযুক্ত প্রমাণপত্র আপলোড না করা হয়, তবে আবেদন বাতিল হয়ে যাবে।
এখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে, যেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:
- পাসপোর্ট সাইজের ছবি: 150KB
- স্বাক্ষরের স্ক্যান কপি: 50KB
- সর্বশেষ পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি: 150KB
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে): 150KB
- জাতি (SC/ST/OBC/MOBC) বা BPL সার্টিফিকেটের স্ক্যান কপি: 150KB
A) BPL প্রার্থীদের অবশ্যই বৈধ BPL সার্টিফিকেট (DC/DM/ADC/SDO/CO/BDO দ্বারা ইস্যু করা) আপলোড করতে হবে।
B) SC/ST/OBC/MOBC প্রার্থীদের অবশ্যই জাতি সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে।
C) মনে রাখবেন, রেশন কার্ড বা স্পেশাল ফ্যামিলি আইডেন্টিটি কার্ড গ্রহণযোগ্য নয়।
D) যদি আবেদনকারী সঠিক ভাবে আবেদন না করে থাকে ও উপযুক্ত প্রমাণপত্র আপলোড না করে থাকে, তবে তাঁর আবেদন বাতিল হবে।
NBCFDM পদে আবেদন পদ্ধতি?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উপরে উল্লেখিত পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য wbnbcfdmvacancy.in এই পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
NBCFDM পদে আবেদন শেষ তারিখ?
ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 15/03/2025 তারিখের মধ্যে।
Here’s a simple table for the NBCFDM Recruitment Notification 2025 West Bengal:
Notification Title | Details |
---|---|
NBCFDM Recruitment Notification 2025 | Latest Recruitment for Various Positions in West Bengal |
Positions Available | Multiple Roles including Training Facilitator, Office Assistant, Computer Operator, and more |
Total Vacancies | 9850 Vacancies |
Eligibility Criteria | Based on qualifications and experience (refer to official notice) |
Application Fee | General/OBC/MOBC: ₹399, SC/ST/BPL: ₹299 |
Last Date to Apply | Refer to official notice |
Official Notification | Download Here |
Website Link: Click Here to Apply