কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: যুবসমাজ ও শিশুদের আবার মাঠমুখী করে তুলতে ক্লাবের ১২৫ বছরের প্রবাহমান ইতিহাস শহর তথা জেলাবাসীর কাছে তুলে ধরল বালুরঘাট টাউন ক্লাব। এবছর শতবর্ষের গন্ডি পেরিয়ে ১২৫তম বর্ষে পদার্পণ করার আলোয় উদ্ভাসিত হয়েছে এই ক্লাব। বুধবার বিকেলে পুরুলিয়ার ছৌ নৃত্য, ডান্ডিয়া নৃত্যশিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ক্লাবের তরফে। এক সময় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে পথ চলা শুরু করা এই ক্লাবের অনুষ্ঠানকে ঘিরে এদিন সকলের মধ্যে উন্মাদনা চরমে ছিল। এখন শিশু থেকে শুরু করে যুবসমাজ মোবাইলে মুখ লুকিয়েছে। আগের মতো আর তাদের মাঠে দেখা মেলে না। এই আক্ষেপ অনেকেরই। এবার তাদের আবার আগের মতোই মাঠে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে বালুরঘাট ক্লাব। তাই তাদের ১২৫ বছর উদযাপনে সেই বার্তায় দিতে চাইছে কর্তৃপক্ষ।
স্বাধীনতার আগে জন্মলগ্ন থেকেই ক্রীড়ার সঙ্গে পরিপূরক সম্পর্ক বালুরঘাট টাউন ক্লাবের। বছরের পর বছর ধরে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ একাধিক ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা এই ক্লাব বর্তমানে জেলা তথা রাজ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় ক্লাব। এদেরই ব্যক্তিগত উদ্যোগে শুরু হচ্ছে এই ধরনের প্রতিযোগিতা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |