মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এবার একটি মাত্র ভুলের জন্য পরীক্ষার্থীদের এক বছর নয়, টানা তিন বছর পরীক্ষায় বসার সুযোগ হারাতে হতে পারে!
সব খবর
মাধ্যমিক পরীক্ষা ২০২৫ নিয়ে মধ্য শিক্ষা পর্ষদ এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ৩০শে জানুয়ারি ২০২৫ তারিখে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। যদি শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ডে কোনো ভুল দেখতে পান, তবে সেটি ৬ই ফেব্রুয়ারির মধ্যে সংশোধনের জন্য জানাতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ বারবার অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন করছে, যাতে পরীক্ষার্থীরা সময়মতো তাদের অ্যাডমিট কার্ড চেক করে
এবার মাধ্যমিক পরীক্ষায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। যদি কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা সেন্টারে প্রবেশ করে, তাহলে তার পরীক্ষা বাতিল হবে, এবং তার সঙ্গে তিন বছরের জন্য ওই পরীক্ষার্থীকে আর পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হবে না। পর্ষদ বারবার জানিয়ে দিয়েছে যে, পরীক্ষার সময় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে, এবং এ পদক্ষেপের আওতায় পরীক্ষার্থীদের মোবাইল ফোন ফেরতও দেওয়া হবে না।
সব খবর
মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর বিস্তারিত সময়সূচি
তারিখ | পরীক্ষা বিষয় | সময় |
---|---|---|
১০ই ফেব্রুয়ারি | প্রথম ভাষা (বাংলা) | সকাল ১০:৪৫ – ২:০০ |
১১ই ফেব্রুয়ারি | দ্বিতীয় ভাষা (ইংরেজি) | সকাল ১০:৪৫ – ২:০০ |
১৫ই ফেব্রুয়ারি | গণিত (অঙ্ক) | সকাল ১০:৪৫ – ২:০০ |
১৭ই ফেব্রুয়ারি | ইতিহাস | সকাল ১০:৪৫ – ২:০০ |
১৮ই ফেব্রুয়ারি | ভূগোল | সকাল ১০:৪৫ – ২:০০ |
১৯ই ফেব্রুয়ারি | জীবন বিজ্ঞান | সকাল ১০:৪৫ – ২:০০ |
২০ই ফেব্রুয়ারি | ভৌতবিজ্ঞান | সকাল ১০:৪৫ – ২:০০ |
২২শে ফেব্রুয়ারি | অপশনাল/ঐচ্ছিক বিষয় | সকাল ১০:৪৫ – ২:০০ |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |